1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উরুগুয়েকে উড়িয়ে সবার ওপরে ব্রাজিল

৮ জুন ২০০৯

অবশেষে ২০১০ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে সবার ওপরের জায়গাটা পেয়েছে ব্রাজিল৷ উরুগুয়েকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে তারা৷ ঠিক পরেই রয়েছে প্যারাগুয়ে৷ ১৩ ম্যাচে দু দলেরই ২৪ পয়েন্ট৷

https://p.dw.com/p/I5gk
ছবি: AP

তবে ব্রাজিল গোলের হিসেবে খানিকটা এগিয়ে৷

বাছাইপর্বের শুরু থেকেই এবার ব্রাজিল, আর্জেন্টিনার মতো সফল ও জনপ্রিয় দলগুলো ছিল বেকায়দায়৷ সেকারণেই ব্রাজিলের শীর্ষে ওঠাটা বলার মতো৷ ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা সে ঘটনাটা ঘটিয়েছে উরুগুয়েকে ৪ গোলে হারিয়ে৷ গোল করেছেন আলভেজ, হুয়ান, ফাবিয়ানো আর কাকা৷

ওদিকে ডিয়াজের করা একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনাও পুরো পয়েন্ট পেয়েছে৷ ফলে ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তারা এখন চতুর্থ স্থানে৷ এক পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে আছে চিলি৷ প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে তারা৷ এই পরাজয়ের কারণেই ব্রাজিলের কাছে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান হারিয়েছে প্যারাগুয়ে৷

বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ অ্যামেরিকা অঞ্চলের অন্য ম্যাচে বলিভিয়াকে ১-০ গোলে হারিয়েছে ভেনিজুয়েলা আর পেরুর বিপক্ষে ইকুয়েডর জিতেছে ২-১ গোলে৷

প্রতিবেদক: আশীষ চক্রবর্তী, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক