1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাস্তবেও হেরে গেল খরগোশ!

১৮ অক্টোবর ২০১৬

খরগোশ আর কচ্ছপের দৌড়৷ ফলাফলও একই৷ কিন্তু মাত্র ৭ দিনে তা দেখতে সোশ্যাল মিডিয়ায় ভিড়৷ ১০ অক্টোবর ভিডিওটি আপলোড করার পর ফেসবুকে দেখা হয়েছে ৪৭ লাখ বার৷

https://p.dw.com/p/2RMpk
Schildkröte Timothy
ছবি: gemeinfrei

শেয়ার হয়েছে ৪৮ হাজারেরও বেশি বার ‘ব্যাকবেঞ্চ ইন' ভিডিওটি প্রথমে আপলোড করে ফেসবুকে৷ ‘ফাইভ মিনিট ক্র্যাফট'ও পরে ফেসবুক পাতায় তা আপলোড করে৷ এরপর ট্রেন্ডিং ভিডিও ইউটিউবে আপলোড করেছে এটি৷  একই তারিখে ইউটিউবে ভিডিওটি আপলোড করার পর ২৮ হাজার বার দেখা হয়েছে৷

খরগোশ আর কচ্ছপকে নিয়ে ঈশপের গল্পটি কে না জানে? কিন্তু অনেকেরই হয়ত মনে হতো, বাস্তবে এমনটা সম্ভব নয়৷ কিন্তু এই ভিডিওটি দেখলে সে সংশয় আর থাকবে না কারো৷

ঈশপের গল্পটি ছিল এমন৷ একদা এক বনে এক খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত৷ দুই জনের মধ্যে বেশ বন্ধুত্বও ছিল৷ খরগোশ খুব জোরে ছোটে৷ আর কচ্ছপ? সে চলে ধীরে ধীরে হেলেদুলে৷ কচ্ছপের হাঁটা দেখে একদিন খরগোশটি আর চুপ করে থাকতে না পেরে হেসে ফেললো৷

কচ্ছপকে এ রকম ব্যঙ্গ করতে শুনে কচ্ছপটি খরগোশকে গম্ভীর কণ্ঠে বলল, ‘‘এত হাসার কী আছে? এসো প্রতিযোগিতায় নামো৷ তখন দেখা যাবে৷''  শুরু হয়ে গেল প্রতিযোগিতা৷ খরগোশ একটু দৌড়েই পেছনে ফিরে তাকিয়ে দেখতে পেল কচ্ছপ অনেক অনেক পেছনে পড়ে আছে৷ সেদিন রোদের তেজ ছিল খুব৷ পাশেই একটা গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবল, ‘‘একটু বিশ্রাম নেয়া যাক৷ এইখানে পৌঁছতে কচ্ছপের অনেক দেরি হবে৷'' তো গাছের ছায়ায় ফুরফুরে হাওয়ায় খরগোশ ঘুমিয়েই পড়ল৷ অন্যদিকে কচ্ছপ সমানে একটানা হেঁটে চলল৷ যখন খরগোশের ঘুম ভাঙল নদীর তীরের সেই অশ্বত্থ গাছটার দিকে ছুটতে থাকল৷ সেখানে গিয়ে হাঁফাতে হাঁফাতে খরগোশ দেখল তার আগেই সেখানে কচ্ছপ পৌঁছে বিশ্রাম করছে৷

তবে এখানে কি ঘটেছে তা জানতে হলে আপনাকে দেখতে হবে ভিডিওটি৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য