1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক ‘কচ্ছপ গ্রাম'-এর কথা

বেটিনা টোমা/জেডএইচ৫ মে ২০১৬

ভারতের পশ্চিম উপকূলীয় একটি গ্রাম ভেলাস৷ সেখানকার লোকজন কৃষিকাজ করেন৷ তবে উপকূলীয় গ্রাম হওয়ায় সেখানে মাঝেমধ্যে কচ্ছপরা চলে আসে ডিম পাড়তে৷

https://p.dw.com/p/1IhdD
কচ্ছপ
ছবি: picture-alliance/dpa/A. Mlenkova

জার্মানির সহায়তায় এই কচ্ছপদের ডিম রক্ষা ও তা থেকে বাচ্চা ফোটানোর একটি কর্মসূচি চলছে সেখানে৷ ফলে ভেলাসের নাম এখন হয়ে গেছে ‘কচ্ছপ গ্রাম'৷

প্রতিদিন সকাল পাঁচটার দিকে সৈকতে কচ্ছপের ডিম খোঁজেন বীরেন্দ্র পাটি ও সমীর মহাদিক৷ একটি সংরক্ষণ কর্মসূচির আওতায় কাজ করেন তাঁরা৷ মোহন উপাধ্যায় এই কর্মসূচির আহ্বায়ক৷

ডিমের খোঁজ পেলে মানুষ ও প্রাণীর হাত থেকে বাঁচাতে সেগুলোকে নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে গিয়ে ব্রিডিং করতে দেয়া হয়৷ ডিমগুলো বালুর মধ্যে রেখে গরম করার জন্য তার ওপর ঝুড়ি দেয়া হয়৷

সমুদ্রতটে ভেসে আসে ‘অলিভ রিডলে’ কচ্ছপরা

সমীর মহাদিক বলেন, ‘‘আমরা প্রতিদিন বালুর দিকে খেয়াল রাখি৷ যদি বালিতে কোনোরকম নড়াচড়া দেখতে পাই তাহলে সতর্ক হয়ে যাই৷ মনে করি, হয়ত ডিম ফুটে বাচ্চা বের হয়েছে, এখন উপর উঠতে চেষ্টা করছে৷ এমনটা হলে আমরা তাদের বের করে সাগরে নিয়ে গিয়ে ছেড়ে আসি৷''

ভেলাসের সৈকতে যে কচ্ছপ আসে তা ‘অলিভ রিডলে' প্রজাতির৷ একেকটির ওজন হয় ৫০ কেজি৷ সাগরের কচ্ছপদের মধ্যে এই জাতটাই সবচেয়ে ছোট৷

ভেলাস গ্রামে ৫০০ জনের বাস৷ সেখানকার লোকজন কৃষিকাজ করেন৷ গোলমরিচ, কাজুবাদাম আর আমের ফলন করেন তাঁরা৷ সেখানকার স্কুলের শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণের উপর শিক্ষা দেয়া হয়৷

প্রায়ই শিক্ষকদের সঙ্গে পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করেন মোহন উপাধ্যায়৷ কচ্ছপরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷ শিক্ষার্থীদের শেখানো হয়, কেন সৈকত রক্ষা করা জরুরি

এটাই জার্মানির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জিআইজেড-এর অর্থায়নে পরিচালিত কর্মসূচির লক্ষ্য৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান