1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৯৯৯-এ ফোন করার পর দ্রুত ব্যবস্থা, ‘ধর্ষণকারী' কারাগারে

৩১ আগস্ট ২০২১

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ধর্ষণের শিকার এক নারী জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন করে ধর্ষণে অভিযুক্তকে ধরিয়ে দিয়েছেন৷ পরে মামলা করায় আদালত অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়৷

https://p.dw.com/p/3ziPE
ফাইল ছবিছবি: bdnews24.com

নবাবগঞ্জ থানার এএসআই সোরহাব হোসেন ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে এক নারী নিজে বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন৷ গ্রেপ্তার ৩৮ বছর বয়সি শেখ সোহেল রানা নয়নশ্রী ইউনিয়নের রাহুতহাটি গ্রামের মজর আলীর ছেলে৷

থানার এএসআই সোহরাব বলেন, রোববার রাত ১টার দিকে ২৫ বছর বয়সি ওই নারী ৯৯৯-এ ফোন করে জানান তার নিকট আত্মীয় সোহেল তাকে ধর্ষণ করেছে ৷ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ওই গ্রামে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ৷

মামলার পর সোহেলকে ঢাকার আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়৷ ধর্ষণের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এএসআই সোহরাব৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য