1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেয়ালে উঠে তিনি বললেন, ‘ট্রাম্পের পরিকল্পনা উদ্ভট’

৯ মার্চ ২০১৭

প্রেসিডেন্ট হয়েই নির্বাহী আদেশে সই করে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন মেক্সিকো সংলগ্ন সীমান্তে দেয়াল গড়বেই যুক্তরাষ্ট্র৷ তাঁকে ভালো জবাব দিয়েছেন ব্রাউলিয়া গুয়েরা৷ তাই তাঁর ভিডিওটি দেখছে সারা বিশ্বের লাখ লাখ মানুষ৷

https://p.dw.com/p/2Yt0E
Grenzzaun an der US-amerikanisch-mexikanischen Grenze
মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তছবি: AFP/Getty Images

এক সপ্তাহ আগেও বিশ্বের মানচিত্রে ব্রাউলিয়া গুয়েরা নামটা কোনো গুরুত্বই পায়নি৷ মেক্সিকোর বাইরে কেউ তাঁকে চিনতো কিনা সন্দেহ৷ কিন্তু গত ২ মার্চের পর থেকে সবাই খুব আগ্রহ নিয়ে দেখছে তাঁর একটি ভিডিও৷ ভিডিওটি শেয়ার করছেন অনেকে৷ অনেকেই বাহবা জানাচ্ছেন ব্রাউলিয়া গুয়েরাকে৷

মেক্সিকোর কুয়েরেতারো রাজ্যের সংসদ সদস্য ব্রাউলিয়া গুয়েরা৷ কয়েকদিন আগে তিনি চলে গিয়েছিলেন মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তের এমন এক জায়গায় যেখানে দু'দেশের সীমান্তকে আলাদা করেছে ৩০ ফুট উঁচু দেয়াল৷ সেখানে গিয়েই দেয়ালে উঠে বসে পড়েন ব্রাউলিয়া৷ সেই দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়৷  তারপর টুইটারে শেয়ারও করা হয়৷

এ পর্যন্ত শুধু টুইটারেই ভিডিওটি দেখা হয়েছে ৭ লক্ষ ৬৬ হাজার বার৷ এছাড়া ফেসবুক, ইউটিউবসহ অনেক মাধ্যমেই অসংখ্যবার শেয়ার করা হয়েছে ভিডিওটি৷ ফলে বিশ্বের আনাচেকানাচে পৌঁছে যাচ্ছে মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রের প্রাচীর গড়ার পরিকল্পনার বিষয়ে ব্রাউলিয়া গুয়েরার বক্তব্য৷ অনেকের মতো মেক্সিকোর এই রাজনীতিবিদও মনে করেন, দেয়াল গড়ে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা যাবে না৷ তাঁর ধারণা যে ঠিক তা তিনি প্রমাণও করেছেন দেয়ালে উঠে৷

৩০ ফুট উঁচু দেয়ালে উঠে তিনি বলেছেন, ‘‘আমি এই দেয়ালের উচ্চতা মাপতে পেরেছি, এতে চড়তে পেরেছি এবং ঠিক এই জায়গাটায় উঠে আমি বসতে পেরেছি৷ এখন আমার পক্ষেও খুব সহজেই লাফ দিয়ে যুক্তরাষ্ট্রে পা রাখা সম্ভব৷ ফলে বোঝাই যায়, দেয়াল গড়ার ভাবনাটা অপ্রয়োজনীয় এবং উদ্ভট৷’’

সংবাদমাধ্যমও লুফে নিয়েছে ব্রাউলিয়া গুয়েরার এই ভিডিও

তবে ব্রাউলিয়া যেমন ট্রাম্পের দেয়াল গড়ার পরিকল্পনার যৌক্তিকতা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন, ঠিক সেভাবে ব্রাউলিয়ার বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ৷ তাঁরা বলছেন, ব্রাউলিয়া তো মাটি থেকে দেয়ালের ওপর পর্যন্ত ওঠার কোনো ছবি দেননি, তিনি যে একা একা, কারো সাহায্য ছাড়া সেখানে উঠেছেন, এই ভিডিও কি তা প্রমাণ করতে পেরেছে?

এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য