1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৩ হাজার কোটি টাকার নগদ সহায়তা

১৫ এপ্রিল ২০০৯

মন্দা মোকাবেলায় রপ্তানি শিল্পে ৩ হাজার কোটি টাকার নগদ সহায়তা দেবে সরকার৷ ৩ দিনের মধ্যে ঐ সাহায্য প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানান অর্থমন্ত্রী৷ আর রপ্তানি শিল্পে আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন তৈরি পোষাক শিল্প মালিকরা৷

https://p.dw.com/p/HXgl
এবার মন্দা মোকাবেলায় এগিয়ে এসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

গত মাসে ব্যাবসায়ী ও শিল্পপতিদের সংগঠন এফবিসিসিআই নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মন্দা মোকাবেলায় ৬ হাজার কোটি টাকার উদ্ধার তহবিল গঠনের প্রস্তাব করেছিল৷ এরপর সরকার টাস্কফোর্স গঠন করে মন্দার অভিঘাত নির্ণয় ও ক্ষতিগ্রস্ত খাতগুলোকে চিহ্নিত করে৷ সে অনুযায়ী সরকার আগামী ৩ দিনের মধ্যে অর্থ সহায়তা দেয়ার জন্য প্যাকেজ ঘোষণা করবে৷ সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷ তিনি বলেন, এই সহায়তা হবে রপ্তানিমুখী খাত গুলোর জন্য৷ কতটাকা অর্থ সহায়তা দেয়া হবে তা প্রকাশ করেননি অর্থমন্ত্রী৷ তবে বাণিজ্যমন্ত্রী কর্ণেল (অব.) ফারুক খান জানান, ৩ হাজার কোটি টাকা সহায়তা দেয়া হতে পারে৷

এদিকে, তৈরি পোষাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-র নেতারা বুধবার প্রধানমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে মন্দা মোকাবেলায় ৭ দফা দাবি পেশ করেছে৷ এরমধ্যে রয়েছে রপ্তানি বাণিজ্যে আয়কর প্রত্যাহার, তৈরি পোষাক শিল্পের জন্য আমদানি করা কাঁচামাল ও যন্ত্রপাতির ওপর থেকে শুল্ক প্রত্যাহার, গ্যাস, পানি ও বিদ্যুতের ভ্যাট প্রত্যাহার এবং ইপিজিডের বাইরের পোষাক শিল্পকেও ৫ বছরের জন্য ট্যাক্স হলিডে সুবিধা দেয়া৷ মন্দায় বাংলাদেশের ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে অন্যতম হল : তৈরি পোষাক, চামড়া, হিমায়িত খাদ্য, পাট ও জনশক্তি রপ্তানি৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক