1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছেলেকে আটকে রাখার সন্দেহে গ্রেপ্তার মা

২ ডিসেম্বর ২০২০

দীর্ঘ ২৮ বছর ছেলেকে স্টকহোমের এক অ্যাপার্টমেন্টে আটকে রাখায় মাকে আদালতে দাঁড়াতে হবে৷ আটকে রাখার খবর এক আত্মীয় জানানোর পর পুলিশ ছেলেকে ফ্ল্যাট থেকে উদ্ধার করে৷

https://p.dw.com/p/3m7e1
স্টকহোমের এক অ্যাপার্টমেন্ট বিল্ডিং
এই ভবনের এক অ্যাপার্টমেন্টে আটকে রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছেছবি: Jonathan Nackstrand/AFP

এত বছর ছেলেকে আটকে রাখার সন্দেহে মাকে গ্রেপ্তার করা হয়েছে, জানিয়েছে মঙ্গলবার সুইডেনের পুলিশ৷ স্টকহোম পুলিশের মুখপাত্র ওলা অস্টারলিং সংবাদ সংস্থাকে জানায়, ২৮ বছর স্টকহোমের দক্ষিণে হেনিঞ্জে এলাকার এক ফ্ল্যাটে ছেলেকে আটকে রেখে ছেলের স্বাধীনতা হরণ এবং শারীরিক ক্ষতি করা হয়েছে৷ প্রতিবেদনে জানানো হয় ছেলের ১২ বছর বয়সে মা তাকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় এবং তখন থেকেই বাড়িতে তালা দিয়ে আটকে রাখে৷ ২৮ বছর বন্দি থাকা মানুষটিকে খুঁজে পায় এক তাদের আত্মীয়৷ যার পায়ে ঘা, ভালো করে হাঁটতে বা কথা বলতেও পারেনা আর দাঁত প্রায় নেই-ই বলা যায়৷

সুইডিশ পুলিশের মুখপাত্র অস্টারলিং এ বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তবে তিনি শুধু বলেন, ‘‘এতদিন বন্দি থাকা মানুষটি এখন হাসপাতালে তবে তার আঘাতগুলো মারাত্মক নয়৷’’

নাম না জানা আত্মীয়টি জানান, ‘‘আমি জানতাম যে মা তার ছেলের জীবনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে কিন্তু তাই বলে এমন অবস্থা কখনো ভাবিনি৷ আমি কৃতজ্ঞ যে দেরিতে হলেও ছেলেটি সাহায্য পেয়েছে এবং বেঁচে আছে৷’’

সুইডিশ কর্তৃপক্ষ জানিয়েছে, মা তার নিজের অপরাধ অস্বীকার করেছেন৷

এনএস/কেএম (এএফপি, ডিপিএ)