1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন

২০ এপ্রিল ২০২১

বাংলাদেশে চলমান সর্বাত্মক লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে৷ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার৷

https://p.dw.com/p/3sH4R
Coronavirus Bangladesch Dhaka | Lockdown
ছবি: Mohammad P. Hossain/REUTERS

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘‘করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ পূর্বের সকল বিধি-নিষেধ আরোপের সময়সীমা আগামী ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হল৷''

এর আগে গত ১৪ এপ্রিল থেকে দেশে চলছে ‘সর্বাত্মক লকডাউন' শুরু হয়৷ পূর্ব ঘোষণা অনুযায়ী ২১ এপ্রিল পর্যন্ত এসব বিধিনিষেধ কার্যকরের কথা বলা হয়েছিল৷   

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর জানিয়েছে গত রোববার রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাতে ‘কঠোর লকডাউন' আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করা হয়েছিল৷

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘সায়েন্টিফিক্যালি তো ১৪ বা ১৫ দিন লকডাউন না হলে সংক্রমণের চেইনটা পুরোপুরি ভাঙা সম্ভব হয় না৷ সেই প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত আগের শর্ত মেনে লকডাউন কন্টিনিউ করবে৷''

চলমান লকডাউনে গণপরিবহন চলাচলসহ বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে৷ শুরুতে সব ধরনের ফ্লাইট বাতিল করা হলেও পরে প্রবাসীদের বিদেশ গমণে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়৷ এছাড়া জরুরি সেবা কার্যক্রম ছাড়া সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রয়েছে৷ তবে খোলা রয়েছে ব্যাংক ও শিল্প কারখানাগুলো৷

এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য