1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২১ ঘণ্টা জেরার পরে রাহুলকে বুধবার ফের তলব

১৫ জুন ২০২২

রাহুল গান্ধীকে দুই দিনে মোট ২১ ঘণ্টা জেরা করেছে ইডি। বুধবার তাকে ফের ইডি-র দপ্তরে ডাকা হয়েছে।

https://p.dw.com/p/4CiNV
রাহুল-সোনিয়া
ছবি: Atul Loke/Getty Images

বুধবার ফের ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। সোমবারের পর মঙ্গলবারও তাকে জেরা করে ইডি। মঙ্গলবার সব মিলিয়ে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এর মধ্যে এক ঘণ্টার মধ্যাহ্নভোজের বিরতি নিয়েছিলেন কংগ্রেস নেতা। মঙ্গলবার রাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তর থেকে বেরিয়ে হাসপাতালে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে য়ান রাহুল। সঙ্গে ছিলেন বোন এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও।

ন্যাশনাল হেরাল্ডে আর্থিক তছরুপ নিয়ে রাহুল এবং সোনিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। তারই তদন্ত শুরু করেছে ইডি। অভিযোগ, ইয়ং ইন্ডিয়া নামের একটি সংস্থার মাধ্যমে সোনিয়া-রাহুল অর্থ তছরুপ করেছে। কংগ্রেস অবশ্য প্রথম থেকেই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, বিরোধী মুখ বন্ধ করার জন্যই বিজেপি এই মামলা সাজিয়েছে।

সোমবার রাহুল গান্ধীকে প্রায় নয় ঘণ্টা জেরা করেছিল ইডি। মাঝে একবার বিরতি নিয়েছিলেন রাহুল। হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে এসেছিলেন। মঙ্গলবারও রাতে তিনি একই কাজ করেন। ইডি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাহুলের বক্তব্য রেকর্ড করা হয়। জেরা শেষ হওয়ার পর পুরো রেকর্ড ভালো করে পড়ে দেখেন রাহুল। তারপর তাতে সই করেন। মঙ্গলবারই ইডির অফিসাররা রাহুলকে জানান, বুধবার তাকে ফের ইডির দপ্তরে হাজিরা দিতে হবে। তারা এখনো তার বক্তব্যে সন্তুষ্ট নন।

সোনিয়া গান্ধীকেও এই মামলায় তলব করেছে ইডি। কিছুদিন আগেই কোভিড হয়েছিল সোনিয়ার। এরপর কোভিড পরবর্তী সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। আগামী ২৩ জুন ইডি সোনিয়াকে হাজির হওয়ার কথা জানিয়েছে।

এদিকে রাহুল গান্ধীর জেরা নিয়ে সরব কংগ্রেস। সোম এবং মঙ্গলবার দিল্লির কংগ্রেস অফিসের সামনে প্রথম সারির কংগ্রেস নেতারা হরতাল করেন। কংগ্রেসের সমস্ত স্তরের কর্মী সেখানে যোগ দেন। পুলিশের সঙ্গে দুই দিনই তাদের কার্যত হাতাহাতি হয়। একাধিক কংগ্রেস নেতাকে আটক করে পুলিশ।

বুধবার সকালে কংগ্রেস অফিসে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তার বক্তব্য, একমাত্র রাহুল গান্ধীই বিজেপির বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ করে যাচ্ছেন, সে কারণেই তার বিরুদ্ধে এমন মামলা সাজানো হয়েছে। বিজেপি অবশ্য কংগ্রেসের হরতালকে 'নাটক' বলে অভিহিত করেছে।

এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)