1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘২০২১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র্য দূর করতে হবে’

২৬ মার্চ ২০১২

২৬শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে জার্মানিতেও৷ স্বাধীনতার পর বাংলাদেশের অর্জন ও নানা চ্যালেঞ্জ সম্পর্কে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মান্যবর মসুদ মান্নান৷

https://p.dw.com/p/14Rx3
ছবি: DW

স্বাধীনতার ৪১ বছর পর বাংলাদেশ আজ কোথায় দাঁড়িয়ে? এই প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত মান্নান বাংলাদেশের সাফল্যের একাধিক দৃষ্টান্ত তুলে ধরেন৷ গোটা বিশ্বে বাংলাদেশ এক মর্যাদাপূর্ণ স্থান আদায় করে নিয়েছে৷ ১৯৮৮ সালের পর থেকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী একেবারে প্রথম সারিতে থেকে এসেছে৷ গোটা বিশ্বে ধান উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে৷ সম্প্রতি আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিষয়টি মিটমাট হয়ে যাওয়ার ফলেও বাংলাদেশের গৌরব বৃদ্ধি পেয়েছে৷ নব্বইয়ের দশকে টেস্ট ক্রিকেট জগতে প্রবেশের পর থেকে বাংলাদেশের সাফল্য চোখে পড়ার মতো৷ গণতন্ত্রের চর্চাও গত দুই দশকে একটা স্থায়ী রূপ পেয়েছে৷ স্বাধীনতার পর ৬টা বিশ্ববিদ্যালয় নিয়ে যাত্রা শুরু করার পর বাংলাদেশে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৮৪৷ শুধু উচ্চশিক্ষা নয়, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্যের দাবি করতে পারে বাংলাদেশ৷ স্কুলে বিনামূল্যে বই বিতরণ থেকে শুরু করে সরকারি স্কুলে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করতে পেরেছে রাষ্ট্র৷ দেশের বাইরেও নানা ক্ষেত্রে বাংলাদেশের মানুষের সাফল্য গর্ব করার মতো বিষয় বলে মনে করেন রাষ্ট্রদূত মান্নান৷

বাংলাদেশের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে রয়েছে বেড়ে চলা চাহিদার সঙ্গে তাল মিলিয়ে জ্বালানির যোগান নিশ্চিত করা৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব সার্থকভাবে মোকাবিলা করাও একটা বড় চ্যালেঞ্জ৷ জনসংখ্যাকে শক্তিতে রূপান্তরিত করার প্রক্রিয়াও চলমান রয়েছে৷ স্বাক্ষরতার হার প্রায় ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশে নিয়ে আসার লক্ষ্যে অগ্রসর হচ্ছে বাংলাদেশ৷ দরিদ্র মানুষের সংখ্যা শতকরা ৩০ ভাগের নীচে কমে এলেও ২০২১ সালের মধ্যে দেশ থেকে ক্ষুধা ও দারিদ্র্য সম্পূর্ণভাবে দূর করতে চায় বাংলাদেশ৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য