1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০১৪ সালের বিশ্ব কাপের প্রস্তুতিতে এশিয়ান দল

২২ জুলাই ২০১১

২০১৪ সালের বিশ্ব কাপ ফুটবলের চূড়ান্ত খেলার জন্যে তোড়জোড় এখনই দেখা যাচ্ছে সৌদি আরব এবং ইরানের মধ্যে৷ শনিবারে এই দুটি দেশ কোয়ালিফাই করার জন্যে মোকাবিলা করতে যাচ্ছে হংকং এবং মালদ্বীপের৷

https://p.dw.com/p/121dH
২০১৪ বিশ্ব কাপের লোগোছবি: picture-alliance/dpa

স্বাগতিক সিঙ্গাপুর প্রতিবেশী মালয়েশিয়ার সঙ্গে খেলবে৷ এবং তা নিয়ে দুই দেশের ফ্যানরাই প্রবলভাবে উত্তেজিত৷ ফিফার ব়্যাংকিং-এ সৌদি আরবের স্থান ৯২তম৷ আর ইরান রয়েছে ৫০তম অবস্থানে৷ দুটি দেশই তিনবার এশিয়া কাপ জয় করেছে৷ ফলে ছোটখাটো প্রতিদন্দ্বীদের পরাজিত করতে দেশ দুটির সমস্যা হবার কোন সম্ভাবনা নেই৷

সিঙ্গাপুরে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলাকে কেন্দ্র করে ইতোমধ্যেই ফুটবল ফ্যানদের উৎসাহ উদ্দীপনা চরমে পৌঁছেছে৷ সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস নিউজপেপারের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার সঙ্গে খেলার সব টিকেটই বিক্রি হয়ে গেছে কয়েক ঘন্টার মধ্যে৷ টুডে পত্রিকার খবরে বলা হয়েছে, ‘‘প্রস্তুতি দেখে মনে হচ্ছে সাম্প্রতিক সময়ের ইতিহাসে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে এটি সবচেয়ে বিস্ফোরণ্মুখ খেলা হতে যাচ্ছে৷''

আরো দুটি উল্লেখযোগ্য খেলা অনুষ্ঠিত হবে ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং লাওস ও চীনের মধ্যে৷ চীনের জাতীয় ফুটবল দল তাদের ইতিহাসে এই পর্যন্ত একবারই ওয়ার্ল্ড কাপে অংশ নেয়৷ এ বং সেটা ২০০২ সালে৷ গ্রুপ পর্যায়ের তিনটি খেলাতেই হেরে যায় চীন৷ একটি গোলও করতে পারেনি চীনের খেলোয়াড়রা৷

ভারতের কোচ আরমান্দো কোলাকো বলেছেন, কাতারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ম্যাচে ২-১ গোলে ভারতের জয়লাভ, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলার আগে তাদের আস্থা বাড়িয়েছে৷ গত জানুয়ারিতে এশিয়ান কাপের তিনটি খেলাতেই ভারত শোচনীয়ভাবে পরাজিত হয়েছে৷ সব মিলিয়ে তারা ১৩টি গোল খেয়েছে৷ গাল্ফ নিউজ কোলাকোর বরাত দিয়ে জানিয়েছে, ‘‘সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলার জন্যে আমার খেলোয়াড়রা উন্মুখ হয়ে রয়েছে৷ কাতারের জঙ্গে জেতার পরে আমাদের আস্থা বেড়েছে, এবং আমরা সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করার তাগিদ আনুভব করছি৷''

এদিকে প্রথম কোয়লিফাইং পর্বে ভিয়েতনাম ১৩-১ গোলে ম্যাকাউকে পরাজিত করার পরে ভিয়েতনামের খেলোয়াড় লী কং ভিনহ বলেছেন, ৯৪তম অবস্থানে থাকা কাতারকে তার দল মোটেই ভয় পায় না৷ তিনি বলেন, ‘‘কোচ এবং খেলোয়াড়রা দল হিসেবে কাতারকে শ্রদ্ধা করলেও, ভয় পায় না৷'' ফিফার ব়্যাংকিং-এ ভিয়েতনাম ১৪০ তম অবস্থানে রয়েছে৷

শনিবারের অন্য যেসব খেলা রয়েছে, তার মধ্যে লেবাননের সঙ্গে বাংলাদেশ, তুর্কমেনিস্তানের সঙ্গে ইন্দোনেশিয়া এবং কুয়েতের সঙ্গে ফিলিপিন্স অন্যতম৷

প্রতিবেদেন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য