1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০১০ সালে একশরও বেশি সাংবাদিক নিহত

২৯ ডিসেম্বর ২০১০

সাংবাদিকতা একটি বিপজ্জনক পেশা৷ চলতি বছর এই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারা বিশ্বে অন্তত ১০৫ জন সাংবাদিক মারা গেছেন৷ আর এ বছর সবচেয়ে বিপজ্জনক স্থান ছিল মেক্সিকো ও পাকিস্তান৷ একটি স্বাধীন মিডিয়া গোষ্ঠী এই তথ্য জানিয়েছে৷

https://p.dw.com/p/zr53
ছবি: AP

সুইজারল্যান্ডের জেনেভার একটি বেসরকারি সংস্থা প্রেস এম্বলেম ক্যাম্পেন-পিইসি জানিয়েছে, দুই হাজার দশ সালে ৩৩টি দেশে ১০৫ জন সাংবাদিক নিহত হয়েছেন৷ এঁদের মধ্যে ২৮ জনই পাকিস্তান ও মেক্সিকোতে৷ দুটি দেশেই ১৪ জন করে৷ পিইসি বলেছে, মেক্সিকোতে মাদকের বিরুদ্ধে চালিত লড়াই ও পাকিস্তানের সীমান্ত অঞ্চলের যুদ্ধের খবর সংগ্রহ করা সাংবাদিকদের জন্য অত্যন্ত বিপজ্জনক৷

পিইসি জানিয়েছে, দুই হাজার নয় সালে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তুলনামূলকভাবে কিছু কম সাংবাদিক মারা গেছেন৷ এঁদের সংখ্যা ছিল ১২২৷ সংস্থার মতে, সারা বিশ্বে গত পাঁচ বছরে নিহত হয়েছেন ৫২৯ জন সাংবাদিক৷ এঁদের মধ্যে প্রতি পাঁচ জনের একজন মারা যান ইরাকে৷ এই সময়কালে ইরাক ছিল সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান৷

NO FLASH Tag der Pressefreiheit
পাকিস্তান ও মেক্সিকোর পর বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান ছিল হন্ডুরাস, ইরাক, ফিলিপাইন্স, রাশিয়া, কলম্বিয়া, সোমালিয়া, ইন্দোনেশিয়া ও নেপালছবি: picture-alliance/dpa

পিইসি'র সাধারণ সম্পাদক ব্লেইজ লেম্পেন, যিনি নিজেও একজন সাংবাদিক, বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা হল এক ধরনের মহামারী - যা থেকে আরোগ্য লাভের পথ জানা নেই৷

দুই হাজার দশ সালে পাকিস্তান ও মেক্সিকোর পর বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান ছিল হন্ডুরাস, ইরাক, ফিলিপাইন্স, রাশিয়া, কলম্বিয়া, সোমালিয়া, ইন্দোনেশিয়া ও নেপাল৷

দুই হাজার চার সালের জুনে পিইসি সংস্থাটি গঠন করেন সাংবাদিকরা৷ লক্ষ্য, গোটা বিশ্বের সংকটপূর্ণ অঞ্চলে তাঁদের বিপজ্জনক দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের আইনগত রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করা৷

প্রতিবেদন: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক