1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০১০-এ অ্যাপল এবং স্টিভ জবস’এর জয়জয়কার

৩ জানুয়ারি ২০১১

মাইক্রোসফ্ট নয়, অ্যাপল’ই হল এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রযুক্তি কোম্পানি : টাচস্ক্রিন আই-প্যাড ট্যাবলেট কম্পিউটার এবং সর্বাধুনিক আই-ফোনের কল্যাণে৷ আর অ্যাপল প্রধান স্টিভ জবস’এর প্রশংসা এখন স্বয়ং বারাক ওবামা’র মুখে৷

https://p.dw.com/p/zswA
Apple, CEO, Steve, Jobs, iPhone, MacWorld, Conference, San Francisco, অ্যাপল, আইফোন, স্টিভ, জবস
অ্যাপল আইফোন হাতে স্টিভ জবসছবি: AP

মার্কিন মুলুকে আই-প্যাড বিক্রি শুরু হয় গত এপ্রিলে৷ সেপ্টেম্বরের মধ্যেই ৮০ লক্ষ আই-প্যাড বিক্রি হয়ে যায়৷ এখন অন্যান্য সব প্রযুক্তি কোম্পানি সেই সাফল্যে ভাগ বসাতে উদগ্রীব : দক্ষিণ কোরিয়ার সামসুং, ব্ল্যাকবেরি নির্মাতা ক্যানাডার রিসার্চ ইন মোশন, কম্পিউটার উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের দুই অন্যতম প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্রের হিউলেট-প্যাকার্ড এবং ডেল, সকলেই ট্যাবলেট তৈরিতে ব্যস্ত৷ কিন্তু ট্যাবলেট কম্পিউটারের বাজারে অ্যাপল হয়তো শেষমেষ ঠিক সেই রকম একচেটিয়া হয়ে দাঁড়াবে, যেমন তাদের আই-পড এমপিথ্রি মিউজিক প্লেয়ারের ক্ষেত্রে হয়ে দাঁড়িয়েছে৷ আই-পড চালু হয়েছিল ২০০১ সালে, ভাবা যায় ?

শোনা যাচ্ছে, অ্যাপল নাকি ২০১১ সালে তিন কোটি সত্তর লক্ষের বেশি আই-প্যাড বিক্রি করবে৷ এবং অ্যাপল'এর অন্যান্য বিক্রিও রয়েছে৷ ২০০৭ সালে অ্যাপল বাজারে ছাড়ে তাদের টাচস্ক্রিন স্মার্টফোন, অর্থাৎ আই-ফোন৷ সেই আই-ফোন'এর চতুর্থ সংস্করণ আই-ফোন-চার গতবছর বাজারে আসে এবং জুন থেকে সেপ্টেম্বরের মধ্যেই বিক্রি হয় এক কোটি চল্লিশ লক্ষের বেশি৷ এছাড়া অ্যাপল টিভি'ও খারাপ বিক্রি হচ্ছে না৷

Apple Store in Deutschland Flash-Galerie
জার্মানিতে অ্যাপল স্টোরছবি: picture alliance/dpa

সব মিলিয়ে গত মে মাসে অ্যাপল'এর বাজারমূল্য মাইক্রোসফ্ট'কেও ছাড়িয়ে যায়৷ অ্যাপল'এর বাজারমূল্য এখন ৩০০ বিলিয়ন ডলার৷ বিশ্বে এই অঙ্ককে ছাড়ানোর ক্ষমতা একমাত্র এক্সন-মোবিল এবং পেট্রোচায়না'র আছে! সাধে কি ওয়াল স্ট্রিটের এক বিশ্লেষক বলেছেন : অ্যাপল কি একটা কোম্পানি ? অ্যাপল হল একটি সাংস্কৃতিক সংঘটন৷

আর সেই অ্যাপল'এর যুগ্ম প্রতিষ্ঠাতা স্টিভ জবস গতবছরের জানুয়ারি'তে দেখান ‘কামব্যাক' কা'কে বলে৷ ছ'মাস অসুস্থতা এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের পর স্টেজে উঠে আই-প্যাড'এর উদ্বোধন করেন৷ এবার ব্রিটেনের ‘ফাইন্যান্সিয়াল টাইমস'' তাঁকে ‘‘পার্সন অফ দ্য ইয়ার'' মনোনীত করেছে৷ এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘আমরা স্টিভ জবস'এর মতো মানুষদের অভিনন্দন জানাই'৷ কেননা এই ধরণের মানুষরাই খোলাবাজারের অর্থনীতির প্রতীক৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: দেবারতি গুহ