1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ার ‘প্রতিশোধ'

১৯ এপ্রিল ২০২১

শনিবার তাদের ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করার পর মাত্র একদিন সময় নিয়েছে রাশিয়া৷ ২০ জন চেক কূটনীতিককে বহিষ্কার করে জবাব দিয়েছে তারা৷

https://p.dw.com/p/3sDaL
Tschechische Republik | Explosion | Russische Botschaft in Prag
ছবি: David W Cerny/REUTERS

২০১৪ সালের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় রাশিয়ার ১৮জন কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে শনিবার তাদের বহিষ্কারের ঘোষণা দেয় চেক প্রজাতন্ত্র৷ দেশটির আরো দাবি, ২০১৮ সালে ইংল্যান্ডে রাশিয়ার সাবেক গুপ্তচর সের্গেই স্ক্রিপালকে বিষ খাওয়ানোর ঘটনায় জড়িত দুই গুপ্তচরও ২০১৪-র বিস্ফোরণের ঘটনার সঙ্গে সম্পৃক্ত৷

রোববার মস্কোয় চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ভিতেস্লাভ পিভোনকাকে ডেকে নিয়ে ২০ জন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে দেয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়৷ এক বিবৃতিতে মন্ত্রণালয় আরো জানায়, মস্কোর দূতাবাসে কর্মরত ঐ ২০ চেক কর্মকর্তাকে সোমবারের মধ্যে রাশিয়া ছাড়তে হবে৷ রাশিয়া মনে করে, প্রাহার বিস্ফোরণের ঘটনা ‘অভূতপূর্ব' এবং ‘অযৌক্তিক'৷ দু' দেশের স্বাভাবিক সম্পর্কের ভিত্তি ধংস করতে চেক প্রজাতন্ত্র এমন পদক্ষেপ নিয়েছে- এমন অভিযোগ তুলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরো জানায়, ‘প্রভু' যুক্তরাষ্ট্রকে খুশি করতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে এবং এর কড়া জবাব দেয়া হবে৷

উত্তেজনা

এদিকে রাশিয়ার পশ্চিম সীমান্তে সেনা সংখ্যা বৃদ্ধি এবং  বিরোধী নেতা আলেক্সি নাভালনির সঙ্গে পুটিন সরকারের নিবর্তনমূলক আচরণের কারণে পশ্চিমা দেশগুলো উদ্বিগ্ন৷ সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা এ নিয়ে আলোচনায় বসছেন৷  

এর আগে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তপক্ষেপ, হ্যাকিংসহ নানা ধরনের ক্ষতিকর কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাশিয়ার ১০ জন কূটনীতিককে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র৷ পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে অবরোধও আরোপ করা হয়৷

প্রতিক্রিয়া

রোববার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে জানান, তার দেশ চেকপ্রজাতন্ত্রের পাশে আছে, থাকবে৷ এক টুইট বার্তায় পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রনালয়ও একই কথা জানিয়েছে৷ ন্যাটো জানিয়েছে, তারাও আছে চেক প্রজাতন্ত্রের পাশে৷

এসিবি কেএম (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য