1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৭ মাসের শিশুর কাছেও হারবে আইএস?

আশীষ চক্রবর্ত্তী১৯ নভেম্বর ২০১৫

শিশুটি তার মাকে হারিয়েছে৷ ভাগ্যিস বাবা বেঁচে আছে৷ তবে স্ত্রী হারিয়েও তিনি ক্রুদ্ধ নন৷ ঘৃণাও করছেন না আইএস-কে৷ ১৭ মাসের শিশুর বাবা বলছেন, ‘‘আমার ছেলে বড় হয়েও লজ্জা দেবে ওদের৷''

https://p.dw.com/p/1H97O
Blumen Kabul Irak
ছবি: Shadi Khan Saif

বিশ্ব, প্যারিস, হামলা, আইএস, ঘৃণা, ফেসবুক, ইউটিউব

‘ইসলামিক স্টেট' বা আইএস-এর হামলায় স্ত্রীকে হারিয়েছেন আন্তোনিন লেরিস৷ ১২ বছরের ভালোবাসার পরিণতিতে বিয়ে, বিয়ের পর প্রথম সন্তান আইএস-এর গুলিতে সব ছেড়ে গেলেন হেলেন মুইয়াল-লেইরিস৷ আন্তোনিন হারালেন তাঁর প্রেম, তাঁর জীবনসঙ্গিনী৷ ১৭ মাস বয়সেই মা-হারা হলো সন্তান৷

অন্য কেউ হলে শোকে কাতর হতেন৷ আন্তোনিনও শোকাহত৷ তবে কাতর হতে রাজি নন৷ রক্তপিপাসু যুদ্ধবাজদের প্রতি মুখে কোনো ঘৃণাও জানাননি৷ ফেসবুকে শুধু স্ট্যাটাস দিয়েছেন তথাকথিত আইএস-কে উদ্দেশ্য করে৷ আন্তোনিন লিখেছেন, ‘‘আমি তোমাদের ঘৃণার পুরস্কার দেবো না৷''

ফরাসি ভাষায় লেখা সেই স্ট্যাটাস ২ লক্ষ ১২ হাজার ৯০৬ বার শেয়ার হয়েছে৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম লুফে নিয়েছে ফরাসি তরুণের হৃদয় নিংড়ানো অনুভূতিগুলো৷

আন্তোনিন মনে করেন, আইএস মানুষ হত্যা করে ভীতি ছড়ানোর জন্য৷ তারা চায়, সবাই তাদের ঘৃণা করুক, ভয় পেয়ে, ঘৃণাভরে স্বাভাবিক জীবন থেকে সরে যাক৷ তাই আন্তোনিন লিখেছেন, ‘‘(আইএস) তোমাদের আমি ঘৃণা পুরস্কার দেবো না৷ তোমরা তো চাও সবাই প্রতিক্রিয়া ব্যক্ত করুক৷ অনেকে না বুঝে অনেকে ক্রোধও প্রকাশ করে৷ সে কারণেই তো আজ যা হতে চেয়েছো তা তোমরা হয়েছো৷''

তাই স্ত্রী হারানোর বেদনা, মাতৃহারা সন্তান প্রতিপালনের কষ্ট কাউকে বুঝতেই দেবেন না আন্তোনিন৷ তাঁর স্বপ্ন, পেলেপুষে ১৭ মাসের ছেলেকে তিনি বড় করবেন, আর তখন, ‘‘ওর জীবনের প্রতিটি দিনে ও ওর আনন্দ আর স্বাধীনতা দিয়ে তোমাদের (আইএস) লজ্জা দেবে৷ তোমরা তো ঘৃণারও যোগ্য নও!''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য