1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৭ বছরের কিশোর র‌্যাপিড চেজ চ্যাম্পিয়ন!

৩০ ডিসেম্বর ২০২১

বিশ্বে দাবার অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ওয়ার্ল্ড র‌্যাপিড চেজ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছেন ১৭ বছর বয়সি এক কিশোর৷ সবচেয়ে বেশিবার টাইটেলজয়ী গ্র্যান্ডমাস্টার ম্যাগনুস কার্লসেনকেও হারিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/44yuA
Nodirbek Abdusattorov in Warschau
ছবি: Jacek Prondzynski//Newspix/imago images

উজবেকিস্তানের ১৭ বছর বয়সি কিশোর নডিরবেক আব্দুসাত্তোরোভ বিশ্বের নতুন দাবা চ্যাম্পিয়ন৷ টাইব্রেকারে রুশ গ্র্যান্ডমাস্টার ইয়ান নেপোমনিয়াখৎচিকে পরাজিত করে মঙ্গলবার তিনি জিতে নিয়েছেন ৬০ হাজার ডলার মূল্যের পুরস্কার৷

টুর্নামেন্টে শুধু একটি ম্যাচ হেরেছেন তিনি ইউক্রেনের আন্তন কোরোবোভ এর কাছে৷ টাই করেছেন পাঁচটিতে৷ ১৩ রাউন্ডের বাকি সাতটিতেই জয় পেয়েছেন৷         

এই কিশোরের কাছে হার মেনেছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের টাইটেলজয়ী নরওয়ের কার্লসেনও৷ ৩১ বছর বয়সি কার্লসেন সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চেজ চ্যাম্পিয়নশিপও জয় করেন৷ তবে র‌্যাপিড চেজ চ্যাম্পিয়নশিপে নেমে এসেছেন তৃতীয় অবস্থানে৷ 

ওয়ার্ল্ড র‌্যাপিড চেজ চ্যাম্পিয়নশিপে প্রতি খেলোয়াড় ১৫ মিনিট সময় পান, প্রতি চালের জন্য পান দশ সেকেন্ড করে৷

একই ভেন্যুতে বুধবার থেকে শুরু হয়েছে ওয়ার্ল্ড ব্লিটস চ্যাম্পিয়নশিপ৷ সেখানেও শিরোপা ধরে রাখতে লড়বেন কার্লসেন৷

সায়েম ডুসান ইনায়েতুল্লাহ/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য