1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘১৫ আগস্ট জাতির জন্য সবচেয়ে বড় ট্রমা’

১৪ আগস্ট ২০২০

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-র চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ‘ট্রমা' এবং এর দায়ভার সারাজীবন বহন করতে হবে৷

https://p.dw.com/p/3gzb6
Khaled Muhiuddin Asks 025
ছবি: DW/Videostills

ডয়চে ভেলের ইউটিউবভিত্তিক সাপ্তাহিক টক শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়'-এ এ মন্তব্য করেন তিনি৷

অনুষ্ঠানে চলতি  সপ্তাহের আলোচনার বিষয়বস্তু ছিল ‘সিনহা, গুজব ও সাংবাদিকতা'৷ এ বিষয়ে কথা বলতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান৷

আন্দালিব রহমান পার্থ বলেন ‘‘আমার মনে হয় দল,মত নির্বিশেষে ১৫ আগস্টকে গুরুত্ব দিয়ে উপলদ্ধি করা উচিত ও বঙ্গবন্ধুকে তাঁর যথাযোগ্য সম্মান দেওয়া উচিত৷'' 

মেজর সিনহা হত্যা পরবর্তী সময়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে পাঠকের প্রতিক্রিয়া, গুজব ছড়ানোর কারণ এবং বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহারসহ নানা বিষয় আলোচনায় উঠে আসে৷

সিনহা হত্যার বিষয়ে বাংলাদেশের গণমাধ্যমে পাঠককে পরিপূর্ণ ও সঠিক তথ্য দিতে পেরেছে কিনা এমন প্রশ্নের জবাবে নাঈমুল ইসলাম খান বলেন ‘‘আমাদের প্রথম আশঙ্কার বিষয় হলো সিনহা হত্যার বিষয়ে কোনো একটি গণমাধ্যম আমাদের নির্ভরযোগ্য তথ্য দিতে পারেনি৷ যে পাঠক এ বিষয়ে একটি বা দুটি পত্রিকাতেই তার পাঠ সীমাবদ্ধ রাখেন, তিনি কোনোভাবেই এ বিষয়ে সঠিক ও সম্পূর্ণ চিত্রটি পাবেন না৷''

এ বিষয়ে আন্দালিব রহমান পার্থ মনে করেন, খবর প্রকাশের প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কারণে অনেক নীতিগত বিষয়ের অনুপস্থিতি গণমাধ্যমে লক্ষ্য করা গেছে৷ তবে গণমাধ্যমকে অনেক চাপের মধ্যে থেকে কাজ করতে হয় উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপসহ নানা কারণে গণমাধ্যম পাঠকের প্রত্যাশা পূরণ করতে পারছে না৷

রাজনীতিতে ধর্মের ব্যবহারের বিষয়ে নাঈমুল ইসলাম খান বলেন, এ দেশের জনগণ একক বা সুসসংহত পরিচয়ে প্রতিশ্রুতিবদ্ধ নয়৷ বিষয়টিকে দেশের মানুষের এক জটিল চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মানুষ বিভিন্ন সময় জেলাভিত্তিক বা অঞ্চলভিত্তিক ভেদাভেদও করে থাকে৷যখন যেখানে সম্ভব মানুষ ভেদাভেদ করে থাকে৷ মানুষের এ বিভক্তি ও বিরোধ বিভিন্ন সময়ে প্রকাশ পায় বলে মন্তব্য করেন তিনি৷

আরআর/এসিবি