1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১২ বছরের জার্মান ছেলের সন্ত্রাসী হামলার চেষ্টা!

৮ জানুয়ারি ২০১৮

২০১৬ সালে জার্মানির এক শহরের বড়দিনের বাজারে হাতে তৈরি বোমা দিয়ে হামলার চেষ্টা করেছিল সে৷ কিন্তু বোমাটি ফাটেনি৷ তাকে এই হামলায় উৎসাহিত করায় অস্ট্রিয়ার এক তরুণের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে৷

https://p.dw.com/p/2qVl3
Deutschland Weihnachtsmarkt Tradition
ছবি: Reuters/C. Mang

অস্ট্রিয়ার বার্তা সংস্থা এপিএ রবিবার জানায়, ভিয়েনার এক আদালত লরেন্স কে. নামের ঐ তরুণের বিরুদ্ধে সহিংসতায় উসকানি, বিস্ফোরক দ্রব্য ব্যবহারের চেষ্টা ও একটি সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগ এনেছে৷ গত বছরের জানুয়ারিতে লরেন্সকে গ্রেপ্তার করা হয়৷ এখন তার বয়স ১৮৷ জার্মানির লুডভিগসহাফেন শহরের বড়দিনের বাজারে আত্মঘাতী হামলা চালাতে ১২ বছরের এক জার্মান-ইরাকি ছেলেকে উৎসাহ ও নির্দেশনা দিয়েছিল সে৷ প্রসিকিউটররা বলছেন, অস্ট্রিয়ার ঐ তরুণ হোয়াটসঅ্যাপে জার্মান ঐ ছেলেকে বোমা তৈরির ম্যানুয়েল পাঠিয়েছিল৷ সেই নির্দেশনা দেখে ছেলেটি একটি বোমা বানিয়ে ক্রিসমাস মার্কেটে নিয়ে গিয়েছিল৷ কিন্তু সেটি বিস্ফোরিত হয়নি৷ ২০১৬ সালের ডিসেম্বরের ঘটনা এটি৷ ঐ ঘটনার পর জার্মান ছেলেটিকে আটক করা হয়৷ উল্লেখ্য, ওই ঘটনার কিছুদিন পর বার্লিনে এক বড়দিনের বাজারে ট্রাক হামলায় ১২ জন নিহত হন৷

Deutschland Polizeistreife auf dem Weihnachtsmarkt in Potsdam
ছবি: picture-alliance/AP Photo/M. Schreiber

অস্ট্রীয় তরুণ লরেন্সের বাবা আলবেনিয়া থেকে এসেছেন৷ তিনি নাস্তিক বলে জানিয়েছে জার্মান বার্তা সংস্থা ডিপিএ৷ ১৬ বছর বয়সে ডাকাতির অপরাধে লরেন্সের কারাদণ্ড হয়েছিল৷ সেখানেই সে জঙ্গিবাদের প্রাথমিক শিক্ষা পেয়েছিল বলে জানা যায়৷ এরপর মুক্তি পেয়ে বিভিন্ন মসজিদে গিয়ে সে আরও জঙ্গিবাদে জড়িয়ে পড়ে৷ একসময় সে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস- এর প্রতি তার আনুগত্য প্রকাশ করে৷

ডর্টমুন্ডের বাসে হামলার দায় স্বীকার

রুশ-জার্মান নাগরিক সের্গেই ডাব্লিউ. সোমবার আদালতে বোরুসিয়া ডর্টমুন্ডের বাসে বোমা হামলার কথা স্বীকার করেছেন৷ গত বছরের এপ্রিলে এই হামলা হয়েছিল৷ সেই সময় ডর্টমুন্ডের খেলোয়াড়রা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে বাসে করে হোটেল থেকে স্টেডিয়ামে যাচ্ছিলেন৷ হামলায় ডর্টমুন্ডের ফুটবলার মার্ক বাট্রা ও একজন পুলিশ অফিসার আহত হন৷

দশদিন পর দক্ষিণ জার্মানির ট্যুবিংগেন শহর থেকে সের্গেই ডাব্লিউকে গ্রেপ্তার করা হয়৷ হামলার মাধ্যমে তিনি শেয়ার ব্যবসায় লাভ করতে চেয়েছিলেন বলে প্রোসিকিউটররা জানিয়েছেন৷ জার্মানির একমাত্র ফুটবল ক্লাব হিসেবে ডর্টমুন্ড শেয়ারবাজারে নিবন্ধিত৷ সের্গেই আশা করেছিলেন, হামলার কারণে ডর্টমুন্ডের শেয়ার দরের পতন হলে তিনি হয়ত পাঁচ লক্ষ ইউরো পর্যন্ত লাভ করতে পারেন৷ অবশ্য হামলার কয়েকদিন পর শেয়ার বিক্রি করে তাঁর লাভ হয় মাত্র পাঁচ হাজার নয়শো ইউরো৷

অভিযোগ প্রমাণিত হলে সের্গেইয়ের আমৃত্যু কারাদণ্ড হতে পারে৷ যদিও জার্মানিতে সাধারণত ১৫ বছর পর প্যারোলে মুক্তি দেয়া হয়৷

জেডএইচ/এসিবি (ডিডাব্লিউ, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য