1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১১১ দিন পর স্বাভাবিক হলো মেলবোর্ন

Sanjiv Burman১ নভেম্বর ২০২০

প্রায় চার মাস পর অবশেষে অস্ট্রেলিয়ার মেলবোর্নের লকডাউন তুলে নেয়া হলো৷ এখন থেকে দোকানপাট, ক্যাফে ও পাব খোলা থাকবে৷ এমনকি সেখানকার বিখ্যাত ঘোড়াদৌড়ও অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে, তবে দর্শকবিহীন৷  

https://p.dw.com/p/3kiWy
Australien Melbourne | Coronavirus | Ende Lockdown
ছবি: Asanka Brendon Ratnayake/AP Photo/picture-alliance

গেল বুধবার ওশেনিয়ার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরের অধিবাসীদের মুক্তি দেয়া হলো ১১১ দিনের লকডাউন থেকে৷

‘‘মানুষ খুব উপভোগ করছে,'' একটি ক্যাফের মালিক মারিয়া ইয়াত্রোউ বললেন৷ ‘‘তারা বাইরে যাচ্ছেন, টেবিল নিয়ে বসছেন, কফি খাচ্ছেন৷ অন্য খাবার অর্ডার করছেন৷''

তবে এখনো শারীরিক দূরত্ব বজায় রাখার কড়া নিয়ম আছে সেন্ট্রাল মেলবোর্নে৷ একটা সময় এই শহর করোনা সংক্রমণের কেন্দ্র হয়ে উঠেছিল৷ সোমবার পর্যন্ত লকডাউন থাকার পর মঙ্গলবারের ২৪ ঘণ্টায় আর কোনো নতুন সংক্রমণ না হওয়ায় বুধবার থেকে সব খুলে দেয়া হয়৷ ভিক্টোরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রুজ এই লকডাউন তুলে নেবার ঘোষণা দেন৷

‘‘প্রত্যেক ভিক্টোরিয়ানের গর্ববোধ করা উচিত,'' বলেন তিনি৷ ‘‘এক লাখ ৮০ হাজার কর্মী কাজে যেতে পারবেন৷''

বুধবার থেকে মেলবোর্নের ৬২০০ খুচরা পণ্যের দোকান, ৫৮০০ ক্যাফে ও রেস্টুরেন্ট, ১০০০ বিউটি সেলুন ও ৮০০ পাব খোলা থাকছে৷ তবে রাস্তায়ও মাস্ক পরতে হবে৷ শুধু তাই নয়, বাড়ি থেকে ২৫ কিলোমিটারের বেশি দূর যেতে পারবেন না মেলবোর্নবাসী৷

এ অবস্থায় এক মাস পর পর্যন্ত রেস্টুরেন্টগুলোর বুকিংই পাওয়া যাচ্ছে না৷ তবে বিপদে আছেন খুচরা দোকানিরা৷ তাদের ব্যবসায় দারুণ ধস নেমেছে৷

ভিক্টোরিয়া রাজ্যে এ যাবত ৮১৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন৷ বেশিরভাগই কেয়ার হোমসগুলোতে৷ 

লকডাউনের নিয়মের মধ্যে ছিল রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ৷ এছাড়া ৫ কিলোমিটারের বেশি ভ্রমণে নিষেধাজ্ঞা এবং প্রতিদিন এক ঘণ্টা পর্যন্ত বাইরে ব্যায়াম বা শারীরিক চর্চা করার অনুমতি৷

এদিকে, ঐতিহ্যবাহী মেলবোর্ন ঘোড়দৌঁড় (মেলবোর্ন কাপ) অনুষ্ঠিত হচ্ছে আগামী সপ্তাহে৷ তবে কোনোদর্শনার্থী থাকবেন না মাঠে৷ ১৮৬১ সাল থেকে এই রেস অনুষ্ঠিত হয়ে আসছে৷ প্রায় এক লাখ দর্শনার্থী এটি সেখানে উপভোগ করে থাকেন৷

জেডএ/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)