1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হ্যারি পটার

৪ ফেব্রুয়ারি ২০১২

ড্যানিয়েল ব়্যাডক্লিফ একটি সাক্ষাৎকারে বলেছেন, তিনি নাকি হ্যারি পটার ছবিগুলি নির্মাণের সময় এক পর্যায়ে বিষম পানাসক্ত ছিলেন এবং ‘‘প্রতি রাত্রেই’’ সুরা পান করতেন৷

https://p.dw.com/p/13wxj
epa02813781 British actors and cast members Rupert Grint (L), Emma Watson (C) and Daniel Radcliffe (R) arrive at the world premiere of 'Harry Potter And The Deathly Hallows: Part 2', held on Trafalgar Square in Central London, Britain, 07 July 2011. This the final film in the Harry Potter series which is based on the best-selling book by British author JK Rowling. The red carpet starts in Trafalgar Square, before heading to Leicester Square where the screening takes place at Odeon Leicester Square, Odeon West End and Empire Leicester Square. It will be released in UK cinemas on 15 July. EPA/DANIEL DEME +++(c) dpa - Bildfunk+++
হ্যারি পটারের মহরতের আগে গ্রিন্ট, ওয়াটসন এবং ব়্যাডক্লিফছবি: picture alliance / dpa

দিন কয়েক আগে ব়্যাডক্লিফ ব্রিটেনের সেলেব্রিটি নিউজ ম্যাগাজিন ‘‘হিট''-কে বলেন যে, তার চরিত্রে অ্যাডিকশনের একটি উপাদান আছে এবং সেটা একটা সমস্যা৷ এবং এই ধরনের মানুষরা নাকি সেই সমস্যাকে লুকিয়ে রাখতে খুবই দড়৷ তার অবস্থা নাকি খুবই খারাপ ছিল, বলেন ব়্যাডক্লিফ, যদিও কোনো খুঁটিনাটি তিনি জানাতে চাননি৷ কিন্তু তিনি প্রচুর পরিমাণে মদ খেতেন এবং তা প্রায় প্রত্যহ, মানে প্রতি সন্ধ্যায় - বলেন ব়্যাডক্লিফ৷

অবশ্য শুটিং চলার সময় তিনি কখনও মদ খাননি৷ নেশা কাটেনি, এমন অবস্থায় সেটে গেছেন৷ কিন্তু কাজ করার সময় কখনো মদ খাননি৷ ‘‘আমি বহু দৃশ্যে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি, সেখানে আমি আসলে নেই - আমার চোখের পিছনে কিছু নেই, আমি মৃত৷'' একজন ২২ বছরের অভিনেতার পক্ষে এ'ধরণের স্বীকারোক্তি বড় কম কথা নয়৷

In this film publicity image released by Warner Bros., Bonnie Wright as Ginny Weasley, left, and Daniel Radcliffe as Harry Potter are shown in a scene from "Harry Potter and the Half-Blood Prince." (AP Photo/Warner Bros.) ** NO SALES **
হ্যারি পটার ছবির একটি দৃশ্যছবি: AP

১১ বছর বয়সে হ্যারি পটার ছবিতে নামভূমিকায় অভিনয় করতে ডাক পড়ে ড্যানিয়েল ব়্যাডক্লিফের৷ তার পরে আসে খ্যাতি, পরিচিতি, অর্থ৷ অথচ তিনি নিজের সম্পর্কে বলেছেন: তার যথেষ্ট আত্মবিশ্বাসের অভাব আছে৷ বহু অভিনেতারাই নিজের ক্ষমতা, নিজের প্রতিভায় পুরোপুরি ভরসা করতে পারেন না৷ ব়্যাডক্লিফও সারাক্ষণ ঐ আত্মদ্বিধায় ভোগেন৷ কিন্তু সেভাবেই নাকি তিনি সবচেয়ে ভালো কাজ করতে পারেন৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য