1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হ্যানোভার ৯৬

২০ আগস্ট ২০১০

মেলার শহর হ্যানোভার৷ সারা বছরই মেলা লেগে থাকে সেখানে৷ এর মধ্যে কয়েকটি মেলার আবার জগৎ জোড়া খ্যাতি রয়েছে৷ এই শহরেরই ক্লাব হ্যানোভার ৯৬৷

https://p.dw.com/p/OsK3
ছবি: picture-alliance / dpa

নামের সঙ্গে ‘৯৬' কেন? কারণটা জানা না গেলেও এখানে একটি তথ্য দেয়া যেতে পারে৷ ক্লাবটির জন্ম ১৮৯৬ সালে৷ সেখান থেকেই কী এসেছে ৯৬? হতে পারে৷ যাক, বলছিলাম শহরটির আন্তর্জাতিক পরিচিতির কথা৷ সেটা বেশ ভাল হলেও ক্লাবটির অবস্থা ততটা নয়৷ গত বুন্ডেসলিগায় ক্লাবটির অবস্থান ছিল ১৫ নম্বরে৷ যদিও আরও ভাল করার লক্ষ্য নিয়ে শুরু করেছিল ক্লাবটি৷ সেজন্য বেশ কয়েকজন ভাল খেলোয়াড়কেও দলে নিয়েছিল তারা৷ কিন্তু ভাগ্য খারাপ৷ অসুস্থ থাকায় মৌসুমের বেশিরভাগ সময়ই খেলার বাইরে থাকতে হয় দলের তারকা খেলোয়াড়দের৷ এরই মধ্যে আত্মহত্যা করেন গোলরক্ষক রবার্ট এনকে, যিনি জার্মান জাতীয় দলের হয়েও কয়েকটি ম্যাচ খেলেছিলেন৷ তবে ইতিহাস বলছে, বুন্ডেসলিগায় হ্যানোভারের অবস্থান অধিকাংশ সময়ই সেরা ১০-এর বাইরে থাকে৷ কখনো কখনো দ্বিতীয় বিভাগে নেমে যাবার রেকর্ডও আছে দলটির৷

সম্ভাব্য মূল একাদশ : গোলরক্ষক – ফ্লোরিয়ান ফ্রোমলোভিৎস; রক্ষণভাগ – কন্সটানটিন রাউশ, করিম হাগুই, এমানুয়েল পোগাতেজ ও স্টিভেন চেরুনডোলো; মধ্যমাঠ – কনজতানত ডাইয়াকপা, ক্রিস্টিয়ান জুলস, লেওন আন্দ্রেয়াজেন ও লার্জ স্তিনডিল; এবং আক্রমণভাগ – দিদিয়ের কোনান ইয়া ও মাইক হাঙ্কে৷

সম্ভাব্য ফর্মেশন : ৪-৩-১-২

কোচ : মিরকো স্লোম্কা

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ