1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হোম অফিসে আলগা থাকার অধিকার দিতে চায় ইইউ

৩ ডিসেম্বর ২০২০

করোনাকালে অনেকে বাড়ি থেকে কাজ করছেন বলে কর্মীদের পেশা এবং ব্যক্তিগত জীবন অনেক সময় আলাদা থাকছে না৷ একারণে হোম অফিস যারা করছেন তাদের ডিসকানেক্ট হওয়ার অধিকার দিতে চায় ইইউ৷

https://p.dw.com/p/3mBWQ
হোম অফিস করছেন ডিডাব্লিউ অ্যাকাডেমির এক কর্মকর্তা
ছবি: Hanna Hempel/DW

এদিকে জার্মানি হোম অফিস কর্মীদের কর ছাড় দেওয়ার প্রস্তাব বিবেচনা করছে৷

করোনা ভাইরাস পুরো ইউরোপ জুড়ে শুধু মানুষের সামাজিক জীবনে পরিবর্তন আনেনি৷ বাড়ি থেকে অফিসের কাজ করার ফলে মানুষের কাজের ধরনেও নাটকীয়ভাবে পরিবর্তন এনেছে৷ প্রতি তিনজনের একজন এখন বাড়ি থেকে অফিসের কাজ করায় ব্যক্তিগত জীবন আর পেশাগত জীবনের মধ্যে পার্থক্য কমে যাচ্ছে এবং অবসর সময় থাকছে না৷

বুধবার, ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণেতারা একটি প্রস্তাব দিয়েছেন, অফিসে কাজের জন্য কর্মীদের যাতে বাড়িতে ই-মেল, টেলিফোনের জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকতে না হয়৷ প্রস্তাবটি পাসের পেছনে তারা যুক্তি দেখিয়েছেন যে, ‘‘প্রতিটি মানুষের বিশ্রাম বা অবকাশ যাপনের অধিকার রয়েছে৷’’ ৩১ জন এই প্রস্তাবের পক্ষে ভোট দেন আর বিপক্ষে ভোট দেন ছয় জন ৷ ১৮ জন ভোটদানে বিরত থাকেন৷ ইইউ-এর এই প্রস্তাবটি নেতৃত্ব দেন মাল্টার রাজনীতিক অ্যালেক্স অ্যাগিয়াস স্যালিবা৷ হোম অফিস প্রসঙ্গে সালিবা বলেন, ‘‘দীর্ঘ কয়েক মাস বাড়ি থেকে অফিসের কাজ করার ফলে অনেকেই বিষন্নতা, নিঃসঙ্গতা, পেশির ব্যথা, চোখের সমস্যার মতো নেতিবাচক নানা পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন৷’’ প্রস্তাবটির পক্ষে আইনজীবীরা জানান, ২৪ ঘন্টা স্মার্টফোন বা ই-মেইলের জন্য প্রস্তুত থাকায় মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতির দিক নিয়োগকর্তাদের বিবেচনা করে কর্মীদের অফলাইনে থাকতে দেওয়া উচিত৷

ইইউ-এর প্রস্তাবের ঠিক এক সপ্তাহ আগে জার্মানির জোট সরকার হোম অফিস কর্মীদের প্রতি নমনীয় হয়ে তাদের কর ছাড় দেওয়ার প্রস্তাব দেয়৷ যে প্রস্তাবটি জার্মান সংসদ বুন্ডেসটাগে গৃহীত হবে বলে আশা করা হচ্ছে৷ কর্মীদের বাড়িতে বিদ্যুতের বাড়তি খরচ বাবদ প্রতিদিন পাঁচ ইউরো করে দেওয়া হবে৷ বছরে সর্বোচ্চ ৬০০ ইউরো করার প্রস্তাব দেওয়া হয়েছে৷

সরকার এতে বড় কোনো অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়বে না বলে জানান জার্মানির অর্থমন্ত্রী ওলাফ শলৎস৷

এনএস/কেএম (এএফপি,এপি)