1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেফাজতের আল্লামা শফীর হেলিকপ্টার ভ্রমণ

জাহিদুল হক২ মে ২০১৩

১৩ দফা বাস্তবায়নের দাবিতে রবিবার ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম৷ মঙ্গলবার বগুড়ায় মহাসমাবেশ করে তারা৷ চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে তাতে যোগ দেন আল্লামা শাহ আহমদ শফী৷

https://p.dw.com/p/18Qat
ছবি: Reuters

হেফাজতে ইসলামের আমিরের এই হেলিকপ্টার ভ্রমণ নিয়ে ব্লগে, ফেসবুকে অনেককে মন্তব্য করতে দেখা গেছে৷ যেমন ফেসবুক ব্যবহারকারী কাজল আব্দুল্লাহ লিখেছেন, ‘‘রানা প্লাজা থেকে মাত্র বের করা মুমূর্ষু মানুষগুলো তখন ধুঁকছে৷ তার জীবনের আর মৃত্যুর মাঝে পার্থক্য দশটা মিনিট আর একটা অক্সিজেন ক্যানের৷ পাগল কিছু ছেলে তখন পিকআপ, বাস, ট্রাকে করে পাগলের মতো রাউন্ড ট্রিপ মারছে লাজফার্মা/মিটফোর্ড/বিএমএ ভবন টু সাভার....তখন আল্লামা শফী সাহেব এই হেলিকপ্টারটা দিলে বাঁচানো যেত আরো কয়েকটি প্রাণ!''

আরেক ফেসবুক ব্যবহারকারী সাইফুর আর মিশু লিখেছেন, ‘‘হেফাজতি নেতা শফীর কী টিন নাম্বার আছে, সে কী কর দেয়? তার আয় ব্যায়ের হিসেব কী রাজস্ববোর্ডের কাছে আছে? একজনের কাছে কতটাকা থাকলে হেলিকপ্টারে করে সভা করতে যাওয়া যায়? আর সেই পরিমাণ টাকার কর কত টাকা আসে? দুর্নীতি দমন কমিশন কী এই দুর্নীতির খোঁজ নেয়ার ইচ্ছা পোষণ করে? নাকি নাস্তিক ট্যাগ খাওয়ার ভয় রাজস্ব বোর্ড এবং দুদকেরও আছে?''

সামহয়্যার ইন ব্লগে ‘রূপসা ০০৭' আল্লামা শফীর টাকার উৎস কোথায় তা জানতে চেয়েছেন৷ কারা এর যোগানদাতা তাও জানতে চেয়েছেন তিনি৷ তবে নিজেই একটা উত্তর দিয়েছেন৷ তাঁর কথায়, ‘‘...একটু লক্ষ্যে করলেই দেখা যাবে এর উৎস জামায়াতে ইসলামী৷ কেননা তাদের ব্যাংক, বিমা, রিয়েল এস্টেট, ফার্মেসি, কোচিং ব্যবসা রয়েছে৷ এই অর্থে হেফাজতের নেতারা সারা দেশে ‘শানে রেসালত' এর নামে সরকার বিরোধী জনসমাবেশ করে বাংলাদেশ বিরোধী প্রচার প্রচারণা চালাচ্ছেন৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য