1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী মারা গেছেন

১৯ আগস্ট ২০২১

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির জুনাইদ বাবুনগরী মারা গেছেন৷ চট্টগ্রাম শহরের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়৷

https://p.dw.com/p/3z9HI
ছবি: bdnews24.com

আমির জুনাইদ বাবুনগরীর মৃত্যুর খবর নিশ্চিত করেন হেফাজতের কেন্দ্রীয় সাঙ্গঠনিক সম্পাদক মীর ইদ্রিস নদভী৷

তিনি বলেন, রাতে অসুস্থ হয়ে পড়লে সকালে হাটহাজারী মাদ্রাসা থেকে বাবুনগরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

মৃত্যুকালে জুনাইদ বাবুনগরীর বয়স হয়েছিল সত্তরের কাছাকাছি৷ তিনি হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন৷

গত বছরের ১৮ সেপ্টেম্বর ওই মাদ্রাসার দীর্ঘদিনের মহাপরিচালক এবং হেফাজতে ইসলামের সর্বোচ্চ নেতা আহমদ শফীর মৃত্যুর পর নানা ঘটনার মধ্য দিয়ে সংগঠনের নেতৃত্বে আসেন জুনাইদ বাবুনগরী৷ বছরের শেষ দিকে ভাস্কর্যবিরোধী আন্দোলনে নতুন করে আলোচনায় আসে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম৷  

গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় কট্টর ভাবধারার নেতাকর্মীরা কয়েক দিন ধরে তাণ্ডব চালায়৷ সেসব ঘটনার কয়েকটি মামলায় বাবুনগরীকেও আসামি করা হয়৷

আহমদ শফীর মৃত্যু ‘স্বাভাবিকভাবে হয়নি’ দাবি করে জুনাইদ বাবুনগরীর শ্যালকের করা মামলাতেও আসামি ছিলেন তিনি৷ পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বাবুনগরীসহ ৪৩ জনের ‘দায়’ পাওয়ার কথা বলা হয়েছিল৷

বাবুনগরী ওই তদন্ত প্রতিবেদনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যায়িত করে আহমদ শফীর মৃত্যু ‘স্বাভাবিক’ হয়েছে বলেছিলেন৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য