1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিমশিতল বরফে সাঁতার

২৬ জানুয়ারি ২০১৬

অবশেষে জেঁকে বসেছে শীত৷ যুক্তরাষ্ট্রের ‘ইস্ট কোস্টে' এত বরফ পড়েছে যে, ঢেকে গেছে রাজধানীসহ ১৫টি প্রদেশ৷ তুষার ঝড়ে বেহাল জনজীবন, বিপর্যস্ত পরিবহণ ব্যবস্থা৷ বরফ সরাতে নাকি সপ্তাহখানেক লাগবে৷ তাই শুরু হয়ে গেছে বরফ-সাঁতার!

https://p.dw.com/p/1HjfT
Jahreszeiten Winter Blues Russland
ছবি: Reuters/I. Naymushin

হ্যাঁ, কনকনে শীতে বরফের মধ্যে সাঁতার কাটার এক অভিনব প্রতিযোগিতা৷ তাও আবার সাধারণ ‘সুইমস্যুট' গায়ে দিয়ে৷

নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক এলাকায় আজ রেকর্ড সমান বরফ, প্রায় ২৭ ইঞ্চি৷ রাজধানী ওয়াশিংটন ডিসিতেও কম নয়, ২২ ইঞ্চি৷ তারপরও শহরের রাস্তায় রাস্তায় মানুষজনের ঢল৷ কাউকে দেখা যাচ্ছে গরম পোশাক পরে স্কিইং করতে আর বাচ্চারা তৈরি করছে ‘স্নোম্যান', খেলছে নিজের মনে৷ আর এতেও যাদের মন ভরছে না, তারা ‘সুইমিং কসটিউম' পরে ‘ডাইভ' দিচ্ছে একেবারে বরফের অতলে৷

লাফানোর পর কেউ কেউ পৌঁছাতে পেরেছে ও-পারে, কেউ কেউ আবার কয়েক সেকেন্ডেই হাল ছেড়ে দিয়েছেন৷ বাব্বা, বরফে সাঁতার – সে কি চাট্টিখানি কথা!

ডিজি/এসি

কি বন্ধুরা, এমন সাঁতার আগে কখনও দেকেছেন কি? ভিডিও-টা কেমন লাগলো জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য