1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাসিনাকে দেখে এগিয়ে গেলেন ওবামা

২৫ সেপ্টেম্বর ২০১০

শনিবার পত্র-পত্রিকায় মূল খবর: বিএনপি নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ; ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাড়িতে জঙ্গি আস্তানা; এমডিজি অর্জনে সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন৷

https://p.dw.com/p/PMMP
হাসিনা, ওবামা, জাতিসংঘ, সাকা চৌধুরি, ঢাকা, বাংলাদেশ, বিএনপি, BNP,Hasina, Obama, UN, Meeting, Bangladesh, Dhaka, Tribunal
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)ছবি: AP

সাকা চৌধুরীর নিজস্ব প্রতিক্রিয়া ছিল কিন্তু একটু অন্যরকম৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিরোনাম অনুযায়ী ‘যুদ্ধাপরাধ বিচার আদালতকে উড়িয়ে দিলেন সাকা'৷ তিনি নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা এবং ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলেছেন৷ এক সংবাদ সম্মেলনে বলেছেন, কোনো অ্যাক্ট নেই, সিআরপিসি নেই, এটা কিসের আদালত? কালের কণ্ঠ স্বয়ং সাকা চৌধুরীকে প্রশ্ন করে: তদন্ত কমিটি যদি প্রমাণ পায় আর বিচারে আপনার সাজা হয়? সাকা চৌধুরী উত্তরে বলেছেন: ‘রাজনীতিবিদদের সবচেয়ে বড় সাজা হল নির্বাচনী পরাজয়৷ আজ পর্যন্ত পার্লামেন্ট নির্বাচনে হারিনি৷ আর কী ঘোড়ার ডিম সাজা দেবে?' সমকালের খবর, সাকা চৌধুরী নাকি শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে তাঁর বাসভবনে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি যুদ্ধাপরাধী নন৷ তাঁর বিরুদ্ধে কল্পকাহিনী সাজানোর চেষ্টা চলেছে৷ আবার ট্রাইব্যুনালের তদন্ত দলের প্রতি যুদ্ধাপরাধ নিয়ে ‘সার্কাস' না করার আহবান জানিয়েছেন তিনি৷ অর্থাৎ নরম, গরম, দু'রকমই প্রতিক্রিয়া দেখিয়েছেন৷

শিক্ষকের বাড়িতে জঙ্গি আস্তানা

এলিফ্যান্ট রোডের দোতলা বাড়িটিতে নাকি বহুদিন ধরে ২০-২৫ জন যুবক মেস করে ভাড়া থাকতো, জানাচ্ছে সমকাল৷ পুলিশ নাকি মাস দুই-তিন আগেই একবার বাড়িটিতে অভিযান চালায়৷ তখন থেকেই বাড়িটি ‘শিবিরের আস্তানা' বলে পরিচিত, লিখছে সমকাল৷ জনকণ্ঠ দিয়েছে নাশকতার পূর্ণাঙ্গ প্রস্তুতির বর্ণনা এবং সেই সঙ্গে জানাচ্ছে, বাড়ির মালিক এখন সস্ত্রীক উধাও - তবে এ'সব খবরের সূত্র স্পষ্ট নয়৷ আবার ভোরের কাগজ লিখছে, ড. আমিনুর রহমান মজুমদার নাকি ‘জানিয়েছেন' যে, মেস হিসেবে ছাত্রদের কাছে বাড়িটি ভাড়া দিয়েছিলেন তিনি৷

নিউ ইয়র্কে ওবামা-হাসিনা সাক্ষাৎ

কালের কণ্ঠের শিরোনাম অনুযায়ী: ‘হাসিনাকে বারাক ওবামার প্রশংসা'৷ মার্কিন প্রেসিডেন্ট স্বেচ্ছায় এগিয়ে গিয়ে শেখ হাসিনাকে উষ্ণ ও আন্তরিক অভিনন্দন জানান, লিখছে কালের কণ্ঠ৷ শেখ হাসিনা ওবামাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং ওবামাও সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন৷ এমডিজি অর্জনে সাফল্য এক কথা, কিন্তু দেশের রাজনীতির টানাপোড়েনকে একেবার পিছনে ফেলে আসা আরেক কথা৷ কাজেই ইত্তেফাক এবং অন্যান্য পত্রিকায় রয়েছে শনিবার বিকেলে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ-বিএনপি'র পাল্টাপাল্টি কর্মসূচির কথা৷একপক্ষ দেখাবে কালো পতাকা, অন্যপক্ষ করবে শান্তি সমাবেশ৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়