1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাসপাতাল ছেড়েছে তৃষ্ণা ও কৃষ্ণা

২১ ডিসেম্বর ২০০৯

বাংলাদেশী দুই জমজ জোড়া শিশু তৃষ্ণা এবং কৃষ্ণা হাসপাতাল ছেড়েছে৷ শেষ পর্যন্ত সুস্থ ও স্বাভাবিক জীবন তারা ফিরে পেল৷ পাঁচ সপ্তাহ আগে ৩২ ঘন্টার সফল অস্ত্রোপচারের পর তৃষ্ণা এবং কৃষ্ণাকে আলাদা করা হয়৷

https://p.dw.com/p/L9zA
ফাইল ফটোছবি: AP Photo/Royal Children's Hospital Melbourne/DW Fotomontage

তৃষ্ণা এবং কৃষ্ণা জোড়া মাথা নিয়ে জন্ম নেয় বাংলাদেশে৷

দুই বছর আগে অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় তাদের মেলবোর্নে নিয়ে এসে অস্ট্রেলিয়ায় রয়েল চিল্ড্রেন হসপিটালে ভর্তি করা হয়৷ অস্ত্রোপচারের জন্য তাদের সুস্থ করে তোলেন তাদের স্থানীয় অভিভাবক এবং হসপিটালের কর্মচারিরা৷

বেঁচে থাকার ২৫ শতাংশ সম্ভাবনা নিয়ে এই জটিল অস্ত্রোপচার করা হয়৷ মস্তিস্কে কোন ক্ষতি ছাড়াই অস্ত্রোপচারের সময় শিশু দুটি স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে৷ আগের অভ্যাস বদলে তারা এখন নিজ পায়ে দাঁড়াতে পারছে৷ বিশেষজ্ঞের মতে তাদের কোন জটিল স্নায়ুবিক সমস্যা হয়নি৷

মেলবোর্ন রয়েল চিল্ড্রেন হসপিটালের নিউরো সার্জান উইরজিনিয়া মাইক্সনার বলেন, তাদের উন্নতি দেখে তাঁরা খুবই আনন্দিত৷ তিনি তাদের সুন্দর ও র্দীঘ জীবন কামনা করেন৷

অস্ট্রেলিয়ান দুই অভিভাবক ময়রা ক্যালি এবং মারিয়া মার্দিরের সাথে তৃষ্ণা এবং কৃষ্ণাকে আবেগপ্রবণ পরিবেশে হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগ থেকে বিদায় দেয়া হয়৷

তৃষ্ণা কৃষ্ণার সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগের খবরে বাংলাদেশে তাদের মা লাভলি মালিক আনন্দ প্রকাশ করেন৷ জন্মের পর মালিক দম্পতি অসুস্থ তৃষ্ণা এবং কৃষ্ণার সুস্থ হবার আশা ছেড়ে দেন৷ লাভলি জানান, অর্থ না থাকায় তিনি তাদের দেখতে যেতে পারছেন না, তবে একদিন অব্যশই অস্ট্রেলিয়ায় তাদের দেখতে যাবেন৷

আলাদা হবার পর মঙ্গলবার তৃষ্ণা এবং কৃষ্ণা চিল্ড্রেন ফার্স্ট ফাউন্ডেশনে তাদের প্রথম জন্মদিন পালন করতে যাচ্ছে৷

প্রতিবেদক: আসফারা হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক