1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হানোফারে সেবিট মেলা শুরু

হোসাইন আব্দুল হাই৩ মার্চ ২০০৯

জার্মানির হানোফার শহরে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রদর্শনী সেবিট৷ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার সম্মানিত অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন৷

https://p.dw.com/p/H4y7
হানোফারে চলছে বিশ্বের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি মেলা সেবিট৷ছবি: picture-alliance/ dpa

এসময় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল উপস্থিত ছিলেন৷

প্রতি বছর জার্মানির হানোফারে অনুষ্ঠিত হয় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রদর্শনী সেবিট৷ এবারের সেবিটের অংশীদার হিসেবে ক্যালিফোর্নিয়াকে বেছে নেয়া হয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ঐ রাজ্য থেকে এবার ৫০ টিরও বেশি কোম্পানি সেবিটে অংশ নিচ্ছে৷

এই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে বড় বড় কোম্পানির কাছে কম্পিউটার সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি পণ্য তুলে ধরা৷ তবে ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ এবং নতুন নেটবুকও সেবিট এর অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হয়৷

Arnold Schwarzenegger bei der Eröffnung der CeBIT 2009 in Hannover
মঙ্গলবার সেবিট এর উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার৷ছবি: AP

ছয়দিন ব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধনকালে শোয়ার্জনেগার তাঁর বক্তৃতায় বলেন, আমরা শুধুমাত্র দৃঢ় ইচ্ছাশক্তি দিয়েই এগিয়ে যেতে পারি না তার সাথে প্রযুক্তিও থাকতে হবে৷ তিনি বলেন, আমরা একটি কঠিন সময়ে এখানে মিলিত হয়েছি৷ যদিও কেউ কেউ বলছে অর্থনৈতিক মন্দার সময়ে এতবড় প্রদর্শনীর আয়োজন করা ভুল৷ তবে আমি মনে করি পরাজিতরা আর্ত চিৎকার করতে থাকে আর বিজয়ীরা আরো বেশি গতিতে সামনে এগিয়ে যায়৷ এখানে সেবিট মেলায় উপস্থিত প্রত্যেকেই বিজয়ী৷

শোয়ার্জনেগার প্রযুক্তিবিদদের বিভিন্ন ক্ষেত্রে জ্বালানীর অপচয় ও কার্বন নির্গমন কমিয়ে পরিবেশ বান্ধব প্রযুক্তিকে উৎসাহিত করারও আহ্বান জানান৷ পরিবেশ বান্ধব প্রযুক্তির উপর গুরুত্বারোপ করে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেন, প্রকৃতপক্ষেই ভবিষ্যতের জন্য নিরাপদ খাতেই বিনিয়োগ করতে হবে৷ তিনি তথ্য ও যোগাযোগ খাতকে এরকম একটি নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন৷ ম্যার্কেল তাঁর বক্তৃতায় ২০১৫ সালের মধ্যে জার্মানির তিন-চতুর্থাংশ আবাস স্থলে প্রতি সেকেন্ডে ৫০ মেগাবাইট গতি সম্পন্ন ডাটা-লিংকস সুবিধা নিশ্চিত করার ঘোষণা দেন৷ এছাড়া তিনি বেতার তরঙ্গ নিয়ন্ত্রণকারীদের ওয়ারলেস যোগাযোগের জন্য এটা উন্মুক্ত করে দেয়ার আহ্বান জানান৷

বিশ্ব অর্থনৈতিক মন্দার ধাক্কা সবজায়গার মত এবার সেবিটেও লেগেছে৷ গত বছর সেবিট এ অংশ নিয়েছিলো বিভিন্ন দেশের ৫,৮৪৫ টি কোম্পানি৷ কিন্তু এবার অংশ নিচ্ছে ৬৯টি দেশের ৪,৩০০ কোম্পানি৷

তথ্য প্রযুক্তি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব কম্পিউটার বিক্রির ওপর পড়ারও আশংকা করছেন৷ কানেক্টিকাটে অবস্থিত কোম্পানি গার্টনার আশংকা করছে গত বছরের চেয়ে এ বছর কম্পিউটার ও কম্পিউটার পণ্য সামগ্রী ১২ শতাংশ কম বিক্রি হবে৷ শিল্পোন্নত দেশগুলোতে এ হার হবে ১৩ শতাংশ৷ তবে জার্মান ট্রেড ফেডারেশন বিটকম আশা করছে এ বছর গোটা বিশ্বে তাদের সফটওয়্যার এবং টেলিযোগাযোগ পণ্য তিন শতাংশ বাড়বে৷ বিশেষ করে এশিয়া এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোতে কম্পিউটার পণ্য সামগ্রী বিক্রি বাড়তে থাকবে বলে আশা করছে তারা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য