1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাঙ্গেরিতে নৌকাডুবি, ক্যাপ্টেন গ্রেপ্তার

৩১ মে ২০১৯

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে নৌকাডুবির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একটি ক্রুজ শিপের ক্যাপ্টেনকে৷ এই নাবিকের তত্ত্বাবধানে থাকা ক্রুজ শিপের সাথে ধাক্কা লেগেই এ দুর্ঘটনা ঘটে৷

https://p.dw.com/p/3JX4R
ছবি: Reuters/B. Szabo

বুধবার রাতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দানিয়ুব নদীর মার্গারেট সেতু এলাকায় ‘মারমেড' নৌকাটির সাথে ধাক্কা লাগে ক্রুজ শিপ ‘ভাইকিং সাইন’-এর৷

মূহুর্তের মধ্যে ডুবে যায় পর্যটকবাহী নৌকাটি৷

ডুবে যাওয়া নৌকায় ছিলেন মোট ৩৫ জন, যার মধ্যে বেশির ভাগই দক্ষিণ কোরীয় পর্যটক৷

শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত সাতজন নিহত হয়েছেন৷ নিখোঁজ রয়েছেন ২১ জন৷ তবে সাতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷তাঁরা সুস্থ রয়েছেন বলে জানা গেছে৷

বৃহস্পতিবার ‘ভাইকিং সাইন’ ক্রুজ শিপের ৬৪-বছর বয়সি ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে হাঙ্গেরির পুলিশ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে৷

কেন এই দুর্ঘটনা?

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ‘মারমেড’ নৌকাটির আচমকা  ‘ভাইকিং সাইন’-এর দিকে মোড় ঘুরিয়ে নেবার দৃশ্য৷ এর ফলে দুই নৌকায় ধাক্কা লাগে ও ডুবে যায় মারমেড৷

 উল্লেখ্য, ৭০ বছর বয়সি মারমেড নৌকায় কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না৷ ফলে দোষারোপ করা হচ্ছে ভাইকিং সাইনের ক্যাপ্টেনকেই, জানাচ্ছে পুলিশ৷

ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে পাঠানো হয়েছে একটি ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম’, যারা সংশ্লিষ্ট হাঙ্গেরিয়ান ও ইউরোপীয় সংস্থার সাথে তদন্তে সহায়তা করছে৷

এসএস/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)

২০১৭ সালের ছবিঘরটি দেখুন...