1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাঙ্গেরিতে টিকা পাঠাবে বাংলাদেশ

৩১ জানুয়ারি ২০২১

ইউরোপের দেশ হাঙ্গেরি বাংলাদেশের কাছে পাঁচ হাজার টিকা চেয়েছে৷ এই টিকা পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে সরকার৷ সংসদে এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম৷

https://p.dw.com/p/3odQm
ইউরোপের দেশ হাঙ্গেরি বাংলাদেশের কাছে পাঁচ হাজার টিকা চেয়েছে৷ এই টিকা পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে সরকার৷ সংসদে এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম৷
ফাইল ছবি৷ছবি: bdnews24/N. Kumar

এছাড়াও দক্ষিণ অ্যামেরিকার দেশ বলিভিয়াও কিছু টিকা চেয়েছে বলে জানান তিনি৷ তবে এই বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জাতীয় সংসদে প্রতিমন্ত্রীর দেয়া বক্তব্যের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছে৷ রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রতিমন্ত্রী বলেন, ‘‘গত সপ্তাহে চিঠি এসেছিল৷ হাঙ্গেরি ৫ হাজার টিকা চেয়েছিল৷ প্রধানমন্ত্রী সদয় সম্মতি দিয়েছেন৷ আমরা হাঙ্গেরির ভাইবন্ধুদের জন্য পাঠিয়ে দেব আমাদের স্টক থেকে৷’’

শুধু হাঙ্গেরি নয় বলিভিয়াও টিকা চেয়েছে বলে উল্লেখ করেন তিনি৷ বলেন, ‘‘বলিভিয়াও চিঠি দিয়েছে ভ্যাকসিন চেয়ে৷ প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্মতি দিলে আমরা পাঠিয়ে দেব৷’’

উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের তিন কোটি ডোজ টিকাকেনার চুক্তি করেছে বাংলাদেশ৷ এরইমধ্যে ৫০ লাখ ডোজ দেশে পৌঁছেছে৷ এর বাইরে উপহার হিসেবে আরো ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পাঠিয়েছে ভারত৷ এর মাধ্যমে ২৭ জানুয়ারি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছে বাংলাদেশ৷ পরেরদিন স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের ছয়শ'জনকে টিকা প্রদান করা হয়৷ ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকা কার্যক্রম শুরুর কথা৷

এদিকে, গত ২৭ ডিসেম্বর থেকে শুরু হলেও সরবরাহ ঘাটতিতে ইউরোপের দেশগুলোতে টিকাদান কার্যক্রমে ধীর গতি নেমে এসেছে৷ বায়োনটেক-ফাইজার ও মডার্নার পর শুক্রবার অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার টিকারও অনুমোদন দিয়েছে ইইউ৷ কিন্তু বেলজিয়ামে নিজেদের কারখানায় উৎপাদন সমস্যার কারণে চুক্তি অনুযায়ী সময়মত সব টিকা সরবরাহ করতে পারবে না বলে জানিয়েছিল আস্ট্রাজেনেকা৷ এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাদের কাছে জবাব চেয়েছে ইইউ৷

এফএস/এআই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান