1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাওয়ার্ড লি'র আঁকা ছবি মানুষকে বিভ্রান্ত করে

১১ জানুয়ারি ২০১৮

ইংল্যান্ডের নিউক্যাসেলের বাসিন্দা হাওয়ার্ড লি৷ তিনি তাঁর কাজের মাধ্যমে সবাইকে অবাক করে দিতে পছন্দ করেন৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁর অনেক ফলোয়ার আছে৷

https://p.dw.com/p/2qfNU
DW Optische Täuschungen auf Instagram
ছবি: instagram.com/howard__lee

প্রতিদিনের ব্যবহার করা বস্তু দিয়ে ইন্টারনেট ভিডিও তৈরি করেন হাওয়ার্ড৷ ভিডিওতে ব্যবহার হওয়া ছবিগুলো এমনভাবে আঁকা যে, সেগুলো মানুষকে ক্ষণিকের জন্য বোকা বানিয়ে দেয়৷ পরে অবশ্য কয়েক সেকেন্ডের টাইম ল্যাপস ভিডিও সেসব বিভ্রান্তির রহস্য খুলে দেয়৷ হাওয়ার্ড লি তাঁর কাজের মাধ্যমে মানুষের উপলব্ধির সীমাবদ্ধতা দেখিয়ে দেন৷ ‘‘আপনি যা প্রত্যাশা করেননি, এমন কিছু দেখানোর মুহূর্ত একটি ভিডিওকে দারুণ করে তোলে৷ যেমন ধরুন, আপনি কোনো আঁকা ছবির দিকে তাকিয়ে আছেন, অথচ বুঝতে পারেননি যে, এটি একটি আঁকা ছবি৷ কিংবা আপনি এমন একটি আঁকা ছবির দিকে তাকিয়ে আছেন, যেটি হঠাৎ নড়াচড়া শুরু করে ও বাস্তব হয়ে ওঠে৷ এটি এমন এক মুহূর্ত যখন অপ্রত্যাশিত কিছু ঘটে৷ আমার কাছে সেটাই গুরুত্বপূর্ণ,'' বলেন হাওয়ার্ড লি৷

ছবি আঁকা দিয়ে হাওয়ার্ডের কাজের শুরু৷ আঁকার পুরো প্রক্রিয়াটি ভিডিও করা হয়৷ আসল শিল্পকর্ম হচ্ছে তৈরি ভিডিও৷ ৩৩ বছর বয়সি এই শিল্পী তাঁর কাজ ইন্টারনেটে দেখাতে বেশি ভালোবাসেন৷ তিনি বলেন, ‘‘এটা অভিজাত কোনো ব্যাপার নয়, কারও অনুমোদনের প্রয়োজন নেই, কারও এতে অর্থ বিনিয়োগেরও দরকার নেই৷ আপনার বয়স কত, আপনি কতটা অভিজ্ঞ কিংবা দক্ষ, তাও কোনো ব্যাপার নয়৷ যে কেউ তাঁর আঁকা ছবি, ভিডিও, পেইন্টিং, শিল্পকর্ম কিংবা যে কোনো কিছু অনলাইনে দিতে পারেন৷ উৎকর্ষতা দিয়ে সেগুলোর বিচার হয়৷'' 

যাঁর ছবি বিভ্রান্ত করে

সামাজিক মাধ্যমে হাওয়ার্ডের অনেক ফলোয়ার আছে৷ ছবি বিক্রি ও অ্যাড কোম্পানির হয়ে কাজ করে অর্থ আয় করেন তিনি৷

সবসময় তিনি নতুন চ্যালেঞ্জ খোঁজেন৷ স্থির ছবি ছাড়াও এখন তিনি অ্যানিমেশন ব্যবহারের চেষ্টা করছেন৷

২০১৫ সালে ইন্টারনেট ভিডিও তৈরি শুরু করেন হাওয়ার্ড৷ তাঁর আগে ছবি আঁকা শেখাতেন৷ বিশ্ববিদ্যালয়ে আর্ট নিয়ে পড়াশোনা করেছেন৷ তবে ভিডিওতে তিনি যেসব কৌশল কাজে লাগান তা বিশ্ববিদ্যালয়ে শেখেননি৷ হাওয়ার্ড বলেন, ‘‘ইউটিউব ও ইন্সটাগ্রামে বিভিন্ন জনের ভিডিও টিউটোরিয়াল দেখে আমি এসব শিখেছি৷ আমার যদি কিছু শেখার প্রয়োজন হয় তাহলে আমি প্রথমে ইউটিউবে গিয়ে এমন কাউকে খুঁজি যিনি আমাকে শেখাবেন, এবং সাধারণত আমি তা পেয়ে যাই৷''

অনেক সময় মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও তৈরিতে কয়েকদিন লেগে যায়৷

ভবিষ্যতে ভিডিও তৈরির কাজ আরও জটিল হতে পারে৷ হাওয়ার্ড বলেন, ‘‘আমি এমন ভিডিও তৈরি করতে চাই যেখানে গল্পের ছোঁয়া থাকবে, যা আরও ফলোয়ার আনতে সহায়ক হবে এবং এভাবে আমি আঁকা ছবি ও বাস্তবকে এক কাতারে নিয়ে আসতে পারব৷ চেষ্টা করার মতো আমার কাছে এক লক্ষ আইডিয়া আছে৷ কিন্তু সেগুলো বাস্তবায়নের জন্য সময় বের করতে হবে৷''

গ্যোনা কেটেলস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান