1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাইতিতে ৬.১ মাত্রার ভূমিকম্প পরাঘাত

২০ জানুয়ারি ২০১০

হাইতি এবার একটি শক্তিশালী ভূমিকম্প পরাঘাতের শিকার হয়েছে৷ তবে, এতে নতুন ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি৷

https://p.dw.com/p/Lbvn
শক্তিশালী ভূমিকম্প পরাঘাতের শিকার হয়েছে হাইতিছবি: AP

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে বুধবার গ্রিনিচ মান সময় সকাল ১১টা ৩ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার ওই পরাঘাতে কেঁপে ওঠে হাইতি৷

বুধবারের এই ভূমিকম্প পরাঘাতের কেন্দ্র ছিল রাজধানী পোর্তো প্রঁসের ৬০ কিলোমিটার পশ্চিমে, ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে৷ ১২ জানুয়ারির প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর এখন পর্যন্ত দেশটিতে প্রায় ডজনখানেক পরাঘাতের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ‘ইউএসজিএস'৷ তবে সর্বশেষ এ পরাঘাতই এরমধ্যে সবচেয়ে শক্তিশালী৷

Haiti Erdbeben
সাহায্যের প্রতীক্ষায় হাইতিবাসীছবি: AP

উদ্ধার ও ত্রাণকর্মীরা জানিয়েছেন, পোর্তো প্রঁসের উপশহর এলাকায় বেশকিছু ভবন নতুন করে বিধ্বস্ত হয়েছে এতে৷ স্থানীয় সময় সকাল ৬টার দিকে এই পরাঘাতে শহর ও গ্রামাঞ্চলের মানুষজনকে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসতে দেখা গেছে৷ চারদিকে সাইরেনের শব্দ আর ছোটাছুটিতে হতভম্ব হয়ে পড়ে অনেকেই৷ তবে, এতে নতুন ক্ষয়ক্ষতি বা হতাহত সম্পর্কে এখনই কিছু জানাতে পারেন নি স্থানীয় কর্মকর্তা বা ত্রাণকর্মীরা৷

ওদিকে, স্থানীয় দমকল কর্মী এবং ফরাসী, মার্কিন ও মেক্সিকান উদ্ধারকারীরা মঙ্গলবারও আশ্চর্যজনকভাবে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করার কথা জানিয়েছে৷ এদের মধ্যে রয়েছে ৭০ বছরের এক নারী থেকে শুরু করে মাত্র তিন সপ্তাহ বয়সী একটি শিশুও৷ জাতিসংঘ জানিয়েছে গত এক সপ্তাহে এ নিয়ে কেবল আন্তর্জাতিক সংস্থাসমূহের উদ্ধার তৎপরতায় জীবিত উদ্ধারপ্রাপ্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জনে৷

Haiti Erdbeben Flash-Galerie
ত্রাণ তৎপরতার ধীর গতিতে সহিংসতার আশংকাছবি: AP

তবে, হাইতিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা অভিযানের উপঅধিনায়ক মেজর জেনারেল ডেনিয়েল অ্যালিন বলেছেন, শীঘ্রই উদ্ধার অভিযানের বদলে মৃতদেহ অনুসন্ধান এবং ধ্বংসস্তূপ সরানোর কাজে মনোনিবেশ করবে মার্কিন সেনারা৷

হাইতি সরকারের সর্বশেষ প্রতিবেদনে ৭৫,০০০ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়ার কথা জানানো হয়েছে৷ এছাড়া প্রায় ২,৫০,০০০ আহত এবং ১০ লাখেরও বেশি লোকের গৃহহীন হয়ে পড়ার কথা জানিয়েছ তাঁরা৷ সরকার আশঙ্কা করছে মৃতের সংখ্যা ২ লাখে পৌঁছে যেতে পারে৷

Haiti Erdbeben Flüchtlingscamp
ধ্বংসস্তুপের মধ্যেই আশ্রয় শিবির হাইতি’তেছবি: AP

ওদিকে, বিধ্বস্ত পোর্তো প্রঁসে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সেনা তৎপরতা বাড়িয়েছে মার্কিন বাহিনী৷ কিন্তু খাদ্য-পানীয়সহ জরুরি ত্রাণ সহায়তা বিতরণের ধীর গতিতে ধ্বংসস্তূপে পরিণত নগরটিতে লুটপাট ও রাস্তায় রাস্তায় সহিংতা শুরুর আশঙ্কা বেড়ে চলেছে৷ ভিনসেন্ট নামের এক স্থানীয় তরুণ যেমন উদ্ভ্রান্ত চোখে তাকিয়ে থেকে সংবাদ কর্মীদের বলছিলেন, ‘‘তুমি যদি ক্ষুধার্ত এবং গরিব হও, সাহায্য করার কেউ না থাকে, তখন তোমার চুরি ছাড়া আর উপায় কী?''

হাইতির ত্রাণ কার্যক্রম এবং পুনর্গঠন কাজে গতি সঞ্চারে দেশটিতে অতিরিক্ত ৩,৫০০ সেনা ও পুলিশ পাঠানোর বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ৷ ওদিকে, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান পরিস্থিতি পর্যালোচনায় হাইতি সফরে যাচ্ছেন বলে বুধবার জানিয়েছে সংস্থাটি৷ জাতিসংঘের তথ্য মতে হাইতিতে জরুরি সহায়তায় এ পর্যন্ত বৈশ্বিক প্রায় ১২০ কোটি ডলারের অর্থ সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে৷

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক