1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলিউড

৯ নভেম্বর ২০১২

এখনো জীবনের সবচেয়ে বড় অর্জন নিশ্চয়ই অস্কার জেতা৷ তবে বৃহস্পতিবার যা পেলেন খাবিয়ের বারদেমের জন্য তার গুরুত্বও কম নয়৷ ‘স্কাইফল’-এ অভিনয় করার সুবাদে হলিউড স্টার পেয়েছেন তিনি৷

https://p.dw.com/p/16g4e
ছবি: dapd

এমন সৌভাগ্য খুব কম অভিনয় শিল্পীরই হয়৷ জেমস বন্ড-এর নতুন ছবি ‘স্কাইফল'-এ খলনায়কের চরিত্রে অভিনয় করায় হলিউড এ ভাবে সম্মান জানায় বারদেমকে৷ ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার দু দিন আগে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের৷ ‘স্কাইফল'-এর পরিচালক স্যাম মেন্ডেজ এবং অভিনেত্রী বেরেনিস মার্লো আর নাওমি হ্যারিসও সেখানে উপস্থিত ছিলেন৷

অভিনেতা হিসেবে বারদেমের সুনাম দীর্ঘদিনের৷ ‘নো কান্ট্রি ফর ওল্ড মেন' ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে প্রথম স্প্যানিশ হিসেবে অস্কার জেতেন ২০০৭ সালে৷ তাঁর আগে স্পেনের আর কেউ অস্কারে কখনো পুরস্কারের জন্য মনোনয়নও পাননি৷

Bildgalerie Filme der 2000er No Country for Old Men
‘নো কান্ট্রি ফর ওল্ড মেন’ ছবির একটি দৃশ্যছবি: Miramax Films

‘স্কাইফল'-এ তাঁর সুযোগ পাওয়াটা বিস্ময়কর৷ পরিচালক মেন্ডেজ নিজে বলেছেন সেই গল্প৷ জেমস বন্ড-এর ছবিতে খলনায়ক তো আর যাকে তাকে করলে চলেনা, তাই চেহারা এবং অভিনয় দুটোরই সংমিশ্রণ একজনের মাঝে খুঁজছিলেন মেন্ডেজ৷ বারদেমের চেহারাকে ‘স্কাইফল'-এ সিলভা হওয়ার উপযুক্ত মনে হলেও পরিচালক চেয়েছিলেন আরেকটুখানি বাজিয়ে দেখতে৷ তাই বারদেমকে বলেছিলেন চুল সোনালি করে, চেহারায় যতটা সম্ভব পরিবর্তন এনে হাজির হতে৷ যে কথা সেই কাজ৷ একদিন এমন সাজ নিয়ে হাজির হলেন বারদেম যে কেউ তাঁকে চিনতেই পারছিলেন না৷

চিনতে না পারার কারণ শুধু বদলে যাওয়া চেহারা নয়৷ অভিনয় দক্ষতারও ভেলকি ছিল সেখানে৷ ৪৩ বছর বয়সী বারদেমের শরীরী ভাষা, চলাফেরা আমূল বদলে গিয়েছিল৷ সে কথা মনে করে মেনডেজ বৃহস্পতিবার জানালেন, একজন জাত অভিনেতা নিজেকে চেনাতে কয়েক মুহূর্তই সময় নেন, বারদেম সেদিন কয়েক মুহূর্তেই তাঁর অভিনয় জাদু বোঝাতে পেরেছিলেন বলেই ‘স্কাইফল'-এ সুযোগ দেয়া হয়েছিল তাঁকে৷

‘স্কাইফল' ইউরোপে মুক্তি পেয়েছে আগেই৷ মুক্তির পর ব্যাপক সাড়াও জাগিয়েছে৷ হলিউডে বিশেষ সম্মাননা পাওয়ার দিনে ‘স্কাইফল'-এর সাফল্যের জন্য ছবির জেমস বন্ড ড্যানিয়েল ক্রেগ-এর খুব প্রশংসা করেছেন বারদেম৷ উপস্থিত সবাইকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘‘ছবিটি দেখে আপনারা হতাশ হবেন না৷ স্যাম মেনডেজ দারুণ একটা ছবি করেছেন৷ বরাবরের মতো এ ছবিতেও ড্যানিয়েল ক্রেগ অসাধারণ৷''

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য