1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতালে প্রথমবারের মত ভ্রাম্যমান আদালত

১২ জুন ২০১১

বিরোধী দলের হরতাল চলাকালে এবারই প্রথম রাস্তায় নামানো হলো ভ্রাম্যমান আদালত৷ বিএনপি নেতাদের অভিযোগ, এই আদালত আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাদের নেতা-কর্মীদের তাৎক্ষনিকভাবে শাস্তি দিয়েছে৷

https://p.dw.com/p/11Z0M
ফাইল ছবিছবি: AP

এদিকে বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধী দলের টানা ৩৬ ঘন্টা হরতালের প্রথমদিন কেটেছে বিএনপির সিনিয়র নেতাদের গ্রেফতার এবং পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে৷ পুলিশের পিটুনির শিকার হয়েছেন সাংবাদিকরাও৷

মহাখালী এলাকা থেকে পুলিশ আটক করে বিএনপির সিনিয়র নেতা এবং সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদকে৷ তারা নেতা-কর্মীদের নিয়ে হরতালের সমর্থনে মিছিল বের করতে গেলে তাদের আটক করা হয়৷

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান নাশকতার অভিযোগে তাদের গ্রেফতার দেখানো হয়েছে৷ গ্রেফতার হওয়ার সময় আলতাফ হোসেন চৌধুরী বলেন, আইন ভঙ্গ বা শান্তি শৃংখলা বিরোধী কোন কাজ তারা করেন নি৷ পুলিশ তাদের শান্তিপুর্ণ কর্মসূচি পালন করতে দেয়নি৷

নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখে পুলিশ৷ দলের সিনিয়র নেতাদেরও কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে দেয়া হয়নি৷ পুলিশের সঙ্গে নেতাদের ধস্তাধস্তি ও বাক বিতন্ডা হয়৷ সেখান থেকে মহিলা দলসহ বিএনপির কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়৷

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন পুলিশ ছাড়াও ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে৷ এরকম চলতে থাকলে প্রয়োজনে তারা ৭২ ঘন্টার হরতাল কর্মসূচি দেবেন৷

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন জানান, তারা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন৷ কারুর প্রতি কোন অন্যায় আচরণ করছেন না৷ এদিকে নয়াপল্টনেই পুলিশের হামলার শিকার হন সাংবাদিকরা৷ ফটোসাংবাদিকরা ছবি তুলেতে গেলে তাদের ওপর পুলিশ চড়াও হয়৷ প্রতিবাদে তারা রাস্তার ওপর অবস্থান নিলে উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়৷

হরতালে জামায়াতে ইসলামি সকালে পল্টন এলাকায় একটি মিছিল বের করে৷ এসময় পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়৷ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন হরতাল বিরোধী মিছিলও বের করে৷ এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে হরতালে ভ্রাম্যমান আদালতের যৌক্তিকতা তুলে ধরে বিরোধী দলকে ধ্বংসাত্মক কাজ বন্ধের আহ্বান জানান৷

হরতালে রাজধানীতে যানবাহন চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে অনেক কম৷ কাল সন্ধ্যা ছয়টায় ৩৬ ঘন্টার হরতাল কর্মসূচি শেষ হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য