হত্যাকারীদের ধরতে সরকার ব্যর্থ | পাঠক ভাবনা | DW | 11.02.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

হত্যাকারীদের ধরতে সরকার ব্যর্থ

ভাষার মাসে আবারো ব্লগার হত্যার পরিকল্পনা করেছেন শিক্ষিত বাঙালিরা৷ অথচ এমনটা করে তারা থেকে যাচ্ছেন ধরাছোয়ার বাইরে৷ এ সম্পর্কে পাঠকরা আমাদের ফেসবুকে কী মন্তব্য করেছেন জেনে নিন৷

‘‘ভাষার মাসে ব্লগার হত্যার পরিকল্পনা করা হচ্ছে, অথচ তারা ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছেন৷ এটাকে প্রশাসনের ব্যর্থতা ছাড়া আর কী বলা যেতে পারে?'' হ্যাঁ, এ কথটাই ফেসবুকে তুলে ধরেছেন ডয়চে ভেলের পাঠক এসএম তাহের আলী তাঁর এই মন্তব্যের মধ্য দিয়ে৷

‘‘এটা আমাদের প্রশাসনের ব্যর্থতা এবং হত্যাকারীদের দক্ষতা ও অধিক চতুরতার বড় প্রমাণ৷''

‘‘বতমানে ইসলামি জঙ্গিরা ব্লগে লিখে মৌলবাদকে সমর্থন দিচ্ছে৷ কিন্তু এদের শনাক্তকরণে সরকার অনেকটাই ব্যর্থ৷'' এই মন্তব্য আলম আজিজুলের৷

ব্লগারদের কাজ কি উসকানি দেয়া? প্রশ্ন রুবেল শওকতের৷ তাই এদের আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন শওকত৷

‘‘নাস্তিকের সৃষ্টিকর্তার এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই৷ কারণ তারা সৃষ্টিকর্তাকেই অস্বীকার করে৷'' এই কথা লিখেছেন ডয়চে ভেলের ফেসবুকে পাঠক রবিউল ইসলাম রবিন৷

আরিফুজ্জামান অবশ্য ব্লগার হত্যার পরিকল্পনার ব্যাপারে তাঁর কোনো মতামত জানাতে রাজি নন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন