1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাজ্য

হংকং ছেড়ে যুক্তরাজ্যে আসতে চান ৯০ হাজার মানুষ

১৫ ডিসেম্বর ২০২১

হংকং ছেড়ে ৯০ হাজার মানুষ যুক্তরাজ্যে এসে বসবাস করতে চান। তাদেরকে স্বাগত জানাচ্ছে যুক্তরাজ্য।

https://p.dw.com/p/44H1T
চীন জানিয়ে দিয়েছে, তারা ব্রিটিশ ন্যশনাল(এভারসিজ) পাসপোর্ট বৈধ বলে মানে না। ছবি: Liau Chung-ren/ZUMA/picture alliance

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন, প্রায় ৯০ হাজার মানুষ হংকং ছেড়ে যুক্তরাজ্যে আসার জন্য আবেদন জানিয়েছেন। তাদের সবার কাছেই ব্রিটিশ ন্যাশনাল(ওভারসিজ) পাসপোর্ট আছে। বেজিং এই নাগরিকদের প্রতি দায়িত্ব পালন করছে না। বিরোধিতা করলেই ধরপাকড় হচ্ছে। গত জনুয়ারিতে তাই ব্রিটেন জানিয়ে দেয়, তারা হংকংয়ের কিছু মানুষকে তাদের দেশে বসবাসের অনুমতি দেবে।

১৯৯৭ পর্যন্ত হংকং ছিল যুক্তরাজ্যের অধিকারে। তারপর তারা হংকং-কে চীনের হাতে তুলে দেয়। কিন্তু কিছুদিন হলো, চীন সেখানে কড়াহাতে বিক্ষোভ দমন করছে। কোনো প্রতিবাদের অনুমতি দেয়া হচ্ছে না। হংকংয়ের গণতন্ত্রপন্থিদের জেলে বন্দি করা হচ্ছে। নতুন সুরক্ষা আইন পাস করে চীন তা কড়াভাবে রূপায়ণ করছে।

এই অবস্থায় গত সেপ্টেম্বর পর্যন্ত ৮৮ হাজার মানুষ হংকং ছেড়ে ব্রিটেনে আসতে চেয়েছেন। তারা ভিসার জন্য আবেদন করেছেন। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তিনি তাদের ব্রিটেনে স্বাগত জানাচ্ছেন।

জানুয়ারিতে এই পরিকল্পনার কথা ঘোষণা করার সময় কর্মকর্তাদের ধারণা ছিল, প্রথম বছর এক লাখ ৫৪ হাজার হংকং-বাসী ব্রিটেন আসতে চাইবেন। পরের পাঁচ বছরে তিন লাখ ২২ হাজা মানুষ আসবেন। এর আগে চীন ঘোষণা করেছিল, তারা ব্রিটিশ ন্যাশনাল(ওভারসিজ) পাসপোর্টকে বৈধ আইনি নথি বলে মনে করে না। তারপরই যুক্তরাজ্য এই সিদ্ধান্ত নেয়।

জিএইচ/এসজি (এএফপি, রয়টার্স)