1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্লিংশটে অদ্ভুতুড়ে বিয়ের প্রস্তাব

১ অক্টোবর ২০১৮

বিয়ের প্রস্তাবটা যাতে প্রিয়জনকে সারপ্রাইজ দেয়, সে চেষ্টা সকলেই করে থাকেন৷ এজন্য রেস্টুরেন্ট, সমুদ্র সৈকত, বা অন্য কোনো সুন্দর পরিবেশ বেছে নেন বয়ফ্রেন্ডরা৷ কিন্তু তাই বলে স্লিংশট? এমনটাই করে দেখালেন এক যুবক৷

https://p.dw.com/p/35mh4

মাইকেল গার্সিয়া ও ফালো ওর্থের সম্পর্ক আড়াই বছরের৷ এবং এই দীর্ঘ সময়ে বিয়ের প্রস্তাব দেয়ার জন্য এক বিনোদন পার্ককেই বেছে নিলেন মাইকেল৷ শুধু তাই নয়, বান্ধবীর অনিচ্ছা সত্ত্বেও পার্কের সবচেয়ে ভয়ঙ্কর রাইড- স্লিংশটে নিয়ে উঠলেন তাঁকে৷

এই স্লিংশট অনেকটা গুলতির মতো কাজ করে৷ চেয়ারে বসে থাকা আরোহীদের পেছনে টেনে ৩৬০ ফুট উঁচুতে ছেড়ে দেয়া হয়৷ আবার নীচে পড়তে শুরু করার আগে বেশ কিছুক্ষণ আরোহীরা শুন্যেই অবস্থান করেন৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাইকেলের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, স্লিংশট চলতে শুরু করার ঠিক আগে ফালো বলছেন, ‘‘আমি এটা করতে চাই না৷'' কিন্তু তখন আর কিছু করার নেই৷ ততক্ষণে আকাশে ছোঁড়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে৷

মাইকেল বারবার ফালোকে বিভিন্নভাবে সান্ত্বনা দেয়ার চেষ্টা করলেও, তাতে লোভ হচ্ছিল না মোটেই৷

স্লিংশট তাঁদের আকাশে ছুঁড়ে দেয়ার আগ মুহূর্তে মাইকেল পকেট থেকে বের করলেন আংটি৷ সেটি দেখিয়ে বললেন, ‘‘আমি বাকি জীবন তোমার সাথে কাটাতে চাই৷''

ততক্ষণে অবশ্য তাঁরা মাটি থেকে ৩৬০ ফুট উঁচুতে৷ ফালো বিশ্বাস করতে পারছিলেন না, মাইকেল বিয়ের প্রস্তাব দেয়ার জন্য এই সময়টিকেই বেছে নেবেন৷ একই সাথে প্রচণ্ড ভয়ে চিৎকারের পাশাপাশি আনন্দ, কান্না, বিস্ময়ের মতো অনুভূতির খেলা দেযা যাচ্ছিল তাঁর মনে৷

মাইকেলের অবশ্য দাবি, এই চিৎকারের মধ্যেও ফালো তাঁর প্রস্তাবে ‘হ্যাঁ' বলেছেন৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য