1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্যার আবেদের বিদায়বেলায় সব মতের মানুষ

সমীর কুমার দে ঢাকা
২২ ডিসেম্বর ২০১৯

দল-মত নির্বিশেষে মানুষের আকণ্ঠ ভালোবাসা আর শ্রদ্ধায় বিদায় নিলেন স্যার ফজলে হাসান আবেদ৷ রোববার দুপুরে স্ত্রী আয়শা হাসানের কবরে শায়িত হবার আগে সকালে আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন৷

https://p.dw.com/p/3VEB6
Fazle Hasan Abed
ছবি: DW/S. Kumar Dey

সকাল ঠিক সাড়ে ১০টায় কফিনবাহী গাড়িটি আর্মি স্টেডিয়ামে প্রবেশ করে৷ প্রথমেই রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিবরা ফুল দিয়ে স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ ফুলেল শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা৷ এরপরই সর্বস্তরের মানুষকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দেওয়া হয়৷ তীব্র শীত উপেক্ষা করে তাঁকে বিদায় জানাতে আসেন কয়েক হাজার মানুষ৷

আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন৷ আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ বলেন, ‘‘আবেদ ভাই যা সৃষ্টি করে গেছেন সেটাই তাকে বাঁচিয়ে রাখবে৷ উনি দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে সব সময় কাজ করে গেছেন৷ তাঁর মৃত্যু দেশের জন্য একটা বিরাট ক্ষতি৷ গ্রামীণ উন্নয়নে, বিশেষ করে নারীদের উন্নয়ন, দরিদ্র মানুষের উন্নয়ন এবং শিক্ষার ক্ষেত্রে তিনি যে ভূমিকা রেখেছেন মানুষ তা মনে রাখবে৷''

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ফজলে হাসান আবেদের প্রতি শেষ শ্রদ্ধা জানান৷ তিনি বলেন, ‘‘‘স্যার ফজলে হাসান আবেদ ক্ষণজন্মা পুরুষ ছিলেন৷ যারা পৃথিবীকে বদলে দেওয়ার চেষ্টা করেন৷ পৃথিবীজুড়ে যুগে যুগে মানুষের, বিশেষ করে সাধারণ মানুষের অবস্থানকে যারা পরিবর্তন করার চেষ্টা করেছেন নিঃসন্দেহে স্যার ফজলে হাসান আবেদের নাম সেখানে লেখা থাকবে৷ দেশের গ্রামীণ অর্থনীতিতে ও সামাজিক যে পরিবর্তন, মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে তার অবদান অনন্য৷''

Gründer von BRAC Fazle Hasan Abed ist gestorben
শুক্রবার রাতে মারা যান ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ছবি: picture-alliance/ANN/Star

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ফজলে হাসান আবেদ বিদেশে থেকে দেশের মানুষ এবং মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় কাজ করছিলেন৷ সে সময় লন্ডনে তাঁর সঙ্গে দেখা হয় রাশেদ খান মেননের৷ সেই স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, ‘‘তখন তিনি আমাকে একটি সোয়েটার দিয়েছিলেন৷ সেটা আজও আমি যত্ন করে রেখে দিয়েছি৷'' ওয়ার্কার্স পার্টি সভাপতি মনে করেন, ‘‘ফজলে হাসান আবেদ গ্রামীণ উন্নয়নে, বিশেষ করে নারীদের উন্নয়ন, দারিদ্র্য মানুষের উন্নয়ন এবং শিক্ষার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন মানুষ তা মনে রাখবে৷''

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারও এসেছিল তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘স্যার আবেদ যা সৃষ্টি করে গেছেন তা শুধু বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন৷ আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক কয়েকজন প্রেসিডেন্টের মুখেও তার নাম শুনেছি৷ কাজের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি৷''

রাজনীতিবিদ, কূটনীতিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছিলেন স্যার আবেদকে শেষবারের মতো বিদায় জানাতে৷ অনেকে এ সময় কাঁন্নায় ভেঙে পড়েন৷

অসুস্থ শরীর নিয়েই এসেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ আকবর আলী খান৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে বাংলাদেশের দরিদ্র মানুষ একজন অকৃত্রিম বন্ধুকে হারিয়েছে৷ গত ৫০ বছর ধরে তিনি দরিদ্রদের সঙ্গে থেকেছেন, তাদের নিয়ে ভেবেছেন, তাদের নিয়ে কাজ করেছেন৷ তার কর্মে যে বিশেষত্ব ছিল এত বড় একটি প্রতিষ্ঠান পরিচালনা করা সত্ত্বেও সবসময়ই তিনি বিশ্বাস করতেন, শিখতে হবে৷'' তাঁর মতে, ‘‘ বাংলাদেশে দারিদ্র নিরসনের ক্ষেত্রে অনেক মডেল রেখে গেছেন৷ এটা শুধু বাংলাদেশই না, সারা পৃথিবীর দরিদ্র মানুষের কাজে লাগছে৷''

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অশ্রুসিক্ত কন্ঠে বলেন, ‘‘তাঁর বিদায়ে কতটা মর্মাহত হয়েছি, তা বলে শেষ হবে না৷ এ এক বিরাট শূন্যতা৷ তিনি প্রতিটি বিষয়ের গভীরে গেছেন এবং ব্যাপ্তি সৃষ্টি করেছেন৷ এটা করতে গিয়ে তাঁকে বহু প্রতিষ্ঠান সৃষ্টি করতে হয়েছে৷ তাঁর অবদান হলো, তিনি এসব প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন, এর সঙ্গে এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সিস্টেমটাও সৃষ্টি করেছেন৷''

১৯৭২ সালে সিলেট জেলায় ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প হিসেবে ব্র্যাকের প্রতিষ্ঠা করেন ফজলে হাসান আবেদ৷ তখন তাঁর বয়স ছিল ৩৬ বছর৷ ফজলে হাসান আবেদের সেই সময়কার সংগ্রাম কাছ থেকে দেখেছেন প্রিয় বন্ধু অধ্যাপক আনিসুজ্জামান৷ কাঁপা কাঁপা কন্ঠে তিনি ডয়চে ভেলেকে বললেন, ‘‘আমাদের জীবনের বেশিরভাগ সময় আমরা বন্ধুত্ব রেখে কাজ করেছি৷ ১৯৭২ সালে আবেদ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ত্রাণ কার্যক্রম শুরু করে৷ সেটাকে পৃথিবীর সর্ববৃহৎ এনজিওতে পরিণত করা এটা অসাধারণ সাফল্য৷ এটা তার মেধা, শ্রম ও আন্তরিকতার পরিচয় বহন করে৷ আজকে ব্র্যাক বাংলাদেশকে নানা জায়গায় পরিচিত করছে৷ ব্র্যাকের কার্যক্রম দেশে তো বটেই দেশের বাইরে ১০-১১টি দেশে ছড়িয়ে গেছে৷ শিক্ষা, স্বাস্থ ও দারিদ্র দূরীকরণে ব্র্যাকের সাফল্য প্রশ্নাতীত৷ আমি আশা করি আবেদ চলে যাবার পরও ব্র্যাকের কর্মীরা তার আদর্শ অনুসরণ করে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখবেন৷''

Fazle Hasan Abed
বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসেছিলেন স্যার আবেদকে বিদায় জানাতেছবি: DW/S. Kumar Dey

তাঁকে বিদায় জানাতে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামও৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘এমন একজন মানুষকে আমরা হারিয়েছি, যার প্রত্যেকটি প্রতিষ্ঠান বিশ্বে এক নম্বরে আছে৷ তার যে ব্র্যাক ইউনিভার্সিটি সেখানে সবাই পড়তে চাই৷ সবাই চায় তার প্রতিষ্ঠানে চাকরি করতে৷ স্যার সব সময় মাইক্রোলেভেলে যেতেন৷ প্রত্যেকটা জিনিস তিনি নিজে করতেন৷ আগে টেস্ট করতেন, তারপর বাস্তবায়নে যেতেন৷ উনার চলে যাওয়ায় দেশে বড় ধরনের ধাক্কা লেগেছে৷''

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, ‘‘শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র বিমোচনের প্রতিটি ক্ষেত্রে তিনি সফল হয়েছেন৷ দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে তিনি কাজ করে গেছেন৷ তার চলে যাওয়া আমাদের জন্য এক বিরাট ক্ষতি৷''

ফজলে হাসান আবেদ চলে গেলেও তার কীর্তি ঠিকই থেকে যাবে৷ তার সন্তানতুল্য প্রতিষ্ঠান ব্র্যাক কাজ করে যাবে তাঁর দেখানো পথেই৷ প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘‘শিক্ষার ওপর তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন৷ বলেছেন মানসম্মত শিক্ষা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন৷ সেটার জন্য নতুন স্কুল তৈরি করা, নতুন স্কুল মডেল তৈরি করার প্রতি গুরুত্ব দিতে বলেছেন৷ আমরা সেখানে কাজ করছি৷ পাশাপাশি কারিগরী শিক্ষার পরিসর বাড়ানোর চেষ্টা করছি৷ তরুণদের দক্ষ করে গড়ে তুলতে আমরা আগামী দিনগুলোয় আরও বেশি কাজ করব৷'' তিনি আরও জানান, ‘‘আমরা দশ বছরের একটা কর্মকৌশল তৈরি করেছি৷ ব্র্যাক সারাবিশ্বে ২৫০ মিলিয়ন মানুষের কাছে ছড়িয়ে যাবে৷ সে কর্মকৌশল নিয়ে আমাদের গ্লোবাল বোর্ডের নির্দেশনায় আমরা এগিয়ে যাব৷''

স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মারা যান৷ মস্তিস্কে টিউমার আক্রান্ত হয়ে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন৷ ২৮ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

স্যার আবেদ এক অনুপ্রেরণার নাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য