1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্মার্টওয়াচ কি পরবর্তী চমক?

আরাফাতুল ইসলাম২৭ মার্চ ২০১৩

গত কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছে অ্যাপল সম্ভবত স্মার্টওয়াচ বাজারে ছাড়বে৷ চলতি বছরেই বাজারে আসতে পারে এই হাতঘড়ি৷ স্যামসাং ইতোমধ্যে স্মার্টওয়াচ তৈরির ঘোষণা দিয়েছে৷ এটাই কি প্রযুক্তি দুনিয়ায় পরবর্তী চমক?

https://p.dw.com/p/184lL
ছবি: Fotolia/Dan Race

স্মার্টওয়াচের কাজ শুধু সময় প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়৷ এর কর্মকাণ্ড পিডিএ-র (ব্যক্তিগত ডিজিটাল সহযোগী) সঙ্গে তুলনা করা যেতে পারে৷ গত দশকের শুরুর দিকে যেগুলো বেশ জনপ্রিয় হয়েছিল৷ তবে স্মার্টওয়াচে পিডিএ-র সকল সুবিধা ছাড়াও থাকছে ক্যামেরা, ম্যামোরি কার্ড এবং ওয়াইফাই সুবিধা৷

Smartwatch Pebble
ছবি: picture-alliance/AP

উপরের ছবিতে প্রদর্শিত পাবল ই-পেপার ওয়াচটি গত বছর বাজারে আসে৷ এটি একটি ‘ক্রাউডফান্ডেড' প্রকল্প৷ যার অর্থ হচ্ছে, এই ঘড়ি তৈরির প্রকল্পটিতে অর্থ সহায়তা করেছেন সাধারণ মানুষ৷ তারা এই প্রকল্পের জন্য দশ মিলিয়ন মার্কিন ডলারের বেশি দিয়েছেন৷ একেকটি পাবলের দাম একশো মার্কিন ডলার৷ এটি স্মার্টফোনের সঙ্গে সম্পর্ক গড়তে পারে৷ শুধু তাই নয়, দশ মিটির দূরত্ব অবধি সেই সম্পর্ক ধরেও রাখতে পারে৷

Smartwatch Pebble
ছবি: picture-alliance/AP

স্মার্টফোনের সঙ্গে সম্পর্ক গড়ার পর পাবলেই স্মার্টফোনের যাবতীয় ফোন কল, ইমেল, টেক্সট ম্যাসেজ, ফেসবুক ম্যাসেজ, টুইটার ফিড, আবহাওয়ার পূর্বাভাষসহ অনেক কিছু দেখা যায়৷ এটিতে ভাইব্রেশন অ্যালার্টের ব্যবস্থাও রয়েছে৷ সুবিধা হচ্ছে, এটি স্মার্টফোনের মতো বড় নয়৷ ফলে অফিসের মিটিংয়ে বা যেসব আলোচনায় বসে স্মার্টফোনের দিকে নজর রাখাটা অশোভন মনে হয়, সেসব জায়গায় বসেও দিব্যি ইন্টারনেটে নজর রাখা যাবে এই পাবল ব্যবহার করে৷

Smartwatch Mobile World Congress Barcelona Spanien
ছবি: AFP/Getty Images

অবশ্যই, স্মার্টওয়াচ পাবলের মতো ছোট প্রতিষ্ঠানই শুধু বানাবে না৷ সনি ইতোমধ্যে স্মার্টওয়াচ (উপরের ছবিতে প্রদর্শিত) তৈরি করেছে৷ স্যামসাংও এই নিয়ে কাজ করছে৷ আর বাজারে গুজব ক্রমশ বাড়ছে যে, অ্যাপলও শীঘ্রই ‘আইওয়াচ' বাজারে ছাড়বে৷

বলাবাহুল্য, স্মার্টওয়াচগুলো আসলে ১৯৮০ সালে বাজারে আসা ক্যাসিনো ডিজিটাল ওয়াচেরই বর্ধিত সংস্করন৷ তাছাড়া অনেকে হয়ত শুধু স্মার্টফোনের কিছু ফিচার ঘড়িতে পেতে বাড়তি একশো ডলার খরচেও রাজি হবেন না৷ ফলে এ ধরনের ঘড়ি আসলেই বড় চমক হিসেবে দেখা দেবে কিনা, সেটি এখন এক বড় প্রশ্ন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য