‘স্বাস্থ্যমন্ত্রীর অস্বাস্থ্যকর কথা' | পাঠক ভাবনা | DW | 26.07.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘স্বাস্থ্যমন্ত্রীর অস্বাস্থ্যকর কথা'

এডিস মশার সঙ্গে রোহিঙ্গাদের তুলনা করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের মন্তব্যকে ঘিরেই ডয়চে ভেলের ফেসবুক পাতায় উঠে এসেছে পাঠকদের নানা প্রতিক্রিয়া৷

‘‘শুধু স্বাস্থ্যমন্ত্রী কেন, তথ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীদেরও একই অবস্থা, লাগামহীন কথাবার্তা,'' এই মন্তব্যটিকরেছেন পাঠক রফিকুল আলম৷  আরেক পাঠক শেখ রুশো লিখেছেন, ‘‘অসুস্থ, অস্বাভাবিক মানুষেরা বাংলাদেশে দায়িত্বশীল পদে থাকেন৷ সত্য কথা বলা তো দূরের কথা, স্বীকার করারও সৎসাহস নাই তাঁদের৷''

স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য সম্পর্কে পাঠক শরীফ জাকের লিখেছেন, ‘‘এই আশ্চর্য হলেও সত্য যে, এমন বর্ণবাদী লোককে আমরাই মন্ত্রী বানিয়েছি৷ এর দায় থেকে আমরা নিজেদের পরিত্রাণ দিতে পারিনা৷'' 

ডয়চে ভেলের পাঠক সুজন চন্দ্র মন্ডল দুঃখ করে লিখেছেন, ‘‘এই যদি হয় রোহিঙ্গাদের প্রতি প্রকৃত মনোভাব, তবে তাদের সাদরে আশ্রয় দেয়ার বিষয়টিকে স্রেফ আদিখ্যেতা ছাড়া অন্য কিছু ভাবার কোন অবকাশ নেই৷''

এদিকে, ডেঙ্গু রোগীদের দুঃখ, দুর্দশাকে কষ্টদায়ক মনে না করে উনারা এটাকে নিজেদের হাসির খোরাক বানিয়ে নিয়ে মনগড়া কথাবার্তা বলা শুরু করছেন বলে মনে করছেন মজিবর রহমান৷ আর নাভিদ মোহাম্মদ জাভেদ লিখেছেন, ‘‘স্বাস্থ্যমন্ত্রী অস্বাস্থ্যকর কথা বলেছেন৷''

ডয়চে ভেলের ফেসবুক পাতায় করা মন্তব্যে কোন কোন পাঠক স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন৷ মোহাম্মদ ফরিদুজ্জামান নাঈম লিখেছেন, ‘‘ডেঙ্গুর যা ভয়াবহতা তাতে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেও দায় কমাতে পারেননা৷ ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী নগর কর্তৃপক্ষ এবং দুই নগরপিতা প্রত্যেকেরই উচিত দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত৷''

পাঠক তানজিন আহমেদ স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যকে ন্যক্কারজনক উক্তি বলেছেন৷ তিনি লিখেছেন, ‘‘একজন মন্ত্রীর নিকট থেকে এরকম উক্তি আশা করি না৷ রোহিঙ্গা জনগোষ্ঠির মশার সাথে তুলনা!''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

 

নির্বাচিত প্রতিবেদন