1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাস ক্ষতবিক্ষত করেছে’

১২ অক্টোবর ২০১১

একাত্তরে চট্টগ্রাম এলাকায় গেরিলা যোদ্ধা ছিলেন ইলিয়াস মিয়া৷ সেসময় বয়সে তরুণ এই সেনা শত্রুদের বিপক্ষে বহু সফল অভিযানে অংশ নিয়েছেন৷ গ্রেনেড ছুঁড়ে হত্যা করেছেন দেশের শত্রুদের৷

https://p.dw.com/p/12qTI
In this photo released by the Indian Defense Ministry, Lt. Gen. Jagjit Singh Aurora, seated left, looks on as Lt. Gen A.A.K Niazi of Pakistan army signs the surrender document, at Dhaka, Dec. 16, 1971. Jagjit Singh Aurora, a retired general hailed as the hero of India's 1971 war with Pakistan that split the Muslim nation and gave birth to independent Bangladesh, died Tuesday of old age, a government statement said. He was 89. (AP Photo/Indian Defense Ministry/HO)
ইলিয়াস মিয়ার মতো লাখো যোদ্ধা প্রাণবাজি রেখে লড়েছিলেন এই বিজয়ের মুহূর্তটি পেতেছবি: AP

একাত্তরে যুদ্ধের সময় মোহাম্মদ ইলিয়াস মিয়া ছিলেন দশম শ্রেণির ছাত্র৷ চট্টগ্রামের হাটহাজারির এই তরুণকে উদ্বুদ্ধ করেছিল বঙ্গবন্ধুর ভাষণ, মুক্তি সংগ্রামের নানা স্লোগান আর স্থানীয় নেতাদের বক্তব্য৷ তাই, যুদ্ধের জন্য একটা মানসিক প্রস্তুতি আগে থেকেই নিয়ে রাখেন ইলিয়াস৷ একাত্তরের ২৫শে মার্চের কালো রাতের পরেই মুক্তিযোদ্ধা হিসেবে নাম লেখান তিনি৷ ডয়চে ভেলেকে ইলিয়াস মিয়া বলেন, ‘‘একাত্তরে ১ নম্বর সেক্টর আওতায় হাটহাজারি, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া এলাকায় যুদ্ধ করেছি৷ এছাড়া শহরেও মুক্তিযোদ্ধা পাঠাতে কাজ করতাম৷''

যুদ্ধ শুরুর কিছুদিন পর ভারতে চলে যান ইলিয়াস৷ সেখান থেকে হঠাৎ হঠাৎ বাংলাদেশের সীমানায় ঢুকে শত্রুপক্ষের উপর হামলা চালাতেন তিনি৷ কিছুদিন এভাবে যুদ্ধের পর, ভারত সরকার তাঁকে গেরিলা প্রশিক্ষণ প্রদান করে৷ জুলাইয়ে পাকাপোক্তভাবে দেশে ফেরেন তিনি৷ এই বিষয়ে ইলিয়াস বলেন যে, তিনি ভারতে দেড় মাস গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন৷

http://en.wikipedia.org/wiki/File:BDP.jpg A Selection of Pamphlets on Bangladesh's Independence Movement. In the fast breaking events of 1971-1972, in which a movement for independence exploded in what was then West Pakistan, the Pakistan authorities attempted to suppress the movement by military force. When India moved in to settle the issue, the Library's New Delhi Field Office was able to get pamphlets from all parties putting forward their positions. As is true for collections of pamphlets on many other subjects that would not each merit individual cataloging, these items have been preserved and cataloged as a collection so that future scholars may study the events and propaganda battle. (Southern Asian Pamphlet Collection, Asian Division)
স্বাধীনতা যুদ্ধের কিছু দলিল-পত্রছবি: Public domain

পাকহানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার-আলবদরদের বিরুদ্ধে বিভিন্ন অভিযানে সফলতা পান ইলিয়াস এবং তাঁর সঙ্গীরা৷ যুদ্ধের সময় শত্রুশিবিরে গ্রেনেড নিক্ষেপ থেকে শুরু করে সম্মুখ যুদ্ধ পর্যন্ত সবকিছুই করেছেন তিনি৷ একবার তাদের অভিযানে প্রাণ হারায় শত্রুপক্ষের ত্রিশ সদস্য৷

এভাবে ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়৷ গর্বিত মুক্তিসেনারা ফিরে যান স্ব স্ব অবস্থানে৷ ইলিয়াস ফেরেন বিদ্যালয়ে৷ উচ্চশিক্ষা শেষে জীবন, জীবিকার তাগিদে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ইলিয়াস৷ সেখান থেকে চলে যান ক্যানাডায়৷ প্রবাস জীবনে মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি৷ গত দেড় বছর হলো দেশে ফিরে এসেছেন মো. ইলিয়াস মিয়া৷

বর্তমানে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ, চট্টগ্রামের সাংগঠনিক কমান্ডার তিনি৷ স্বাধীনতার চল্লিশ বছরে তাঁর অনুভূতি জানতে চাইলে ইলিয়াস বলেন, ‘‘স্বাধীন বাংলাদেশ স্থাপনে আমাদের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য পরিপূর্ণভাবে অর্জন করা হয়নি৷ স্বাধীন বাংলাদেশের চল্লিশ বছরের বত্রিশটি বছর রাষ্ট্রক্ষমতায় ছিল রাজাকার, আলবদর এবং স্বাধীনতা বিরোধী চক্র৷ এবং ক্ষমতায় গিয়ে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস, এগুলোকে ক্ষতবিক্ষত করে ফেলেছে''৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান