1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২০ ডিসেম্বর ২০১২

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রের ব্যাপারে প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছেন৷ আর বিরোধী দলীয় নেত্রী দেশ রক্ষায় মুক্তিযোদ্ধাদের আরেকবার গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন৷

https://p.dw.com/p/175ij
The Prime Minister of Bangladesh Sheikh Hasina addresses a news conference with German Chancellor Angela Merkel, not seen, after a meeting at the chancellery in Berlin, Tuesday, Oct. 25, 2011. (Foto:Markus Schreiber/AP/dapd)
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)ছবি: dapd

ঢাকায় সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা বিরোধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ তারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে তাদের রক্ষা করতে চায়৷ তাই তারা নানাভাবে তৎপর হয়ে উঠছে৷ একাত্তরে পরাজিত শক্তি দেশ স্বাধীনের পর থেকেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে৷ এবং তারা কখনো থেমে থাকেনি৷ তাই তাদের ব্যাপারে দেশের সেনাবাহিনীসহ প্রশাসনের সবাইকে সতর্ক থাকতে হবে৷ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হবে৷

The ex prime minister and present opposition leader Begum Khaleda Zia, in Commilla on her way in a road march to Chittagong. BNP demands to retain the caretaker government system. Foto: DW- Korrespondent Harun Ur Rashid Swapan, 08.01.2012
বিএনপি'র চেয়ারপার্সন এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াছবি: DW

এদিকে, বুধবার বিকেল ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ ও সম্বর্ধনা অনুষ্ঠানে বিএনপি'র চেয়ারপার্সন এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকারের হাতে দেশের স্বাধীনতা এবং স্বার্বভৌমত্ব নিরাপদ নয়৷ তারা দেশকে পদে পদে অপমান করছে৷ তাই দেশ রক্ষায় আরেকটি যুদ্ধের সময় এসেছে৷ মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে তিনি বলেন, শুধু দেশ স্বাধীন করলেই হবে না৷ এবার দেশ রক্ষার যুদ্ধ করতে হবে৷ তিনি মুক্তিযোদ্ধাদের একাত্তরের মতো আরেকবার গর্জে ওঠার আহ্বান জানান৷

অন্যদিকে, জামায়াত-শিবরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বুধবার দেশের বিভিন্ন এলাকায় মিছিল-সমাবেশ এবং মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা৷ তাঁরা অবিবলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের রায় এবং তা কার্যকর করার দাবি জানান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য