1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিচ্ছেন এক শিল্পী

১৫ আগস্ট ২০১৯

প্রাচীরে গ্রাফিটির খেলা প্রায় সর্বত্রই চোখে পড়ে৷ কেউ শিল্প হিসেবে তার কদর করে, কেউ অপসংস্কৃতি হিসেবে উড়িয়ে দেয়৷ ফ্রান্সের এক শিল্পী বিশ্বভ্রাতৃত্ব গড়ে তুলতে নতুন শৈলির মাধ্যমে অভিনব শিল্পসৃষ্টি করছেন৷

https://p.dw.com/p/3NyaU
DW Euromaxx, Riesiges Graffiti vor dem Eiffelturm
ছবি: DW

প্যারিস শহরের প্রাণকেন্দ্রে আইফেল টাওয়ারের ঠিক সামনেই একটি শিল্পকর্ম শোভা পাচ্ছে৷ ছয় জোড়া হাত একে অপরকে ধরে রয়েছে৷ ব্যক্তির তুলনায় সমষ্টিই যে আরও এগিয়ে যেতে পারে, এর মাধ্যমে সেই উপলব্ধি তুলে ধরা হয়েছে৷

ল্যান্ড আর্ট শিল্পী সাইপ এই সৃষ্টিকর্মের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘‘সমাজের একটা অংশ নিজেদের নিয়েই মশগুল হয়ে রয়েছে৷ কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে আমাদের একসঙ্গে উদ্যোগ নিতে হবে বলে আমাদের বিশ্বাস৷ এই প্রকল্পের মাধ্যমে আমরা গোটা বিশ্বকে সেই বার্তা দিতে চাই৷ হাতে হাত মিলিয়ে মূল্যবোধ, শ্রদ্ধাবোধ, পারস্পরিক সহায়তা, ঐক্য, সহাবস্থান নিশ্চিত করা সম্ভব৷''

পরিবেশবাদী শিল্পকলার প্রতিনিধি হিসেবে সাইপ ও তাঁর টিম আট দিন, আট রাত ধরে এই শিল্পকর্ম গড়ে তুলেছেন৷ উদ্বোধনী অনুষ্ঠানের আগেই কাজ শেষ করতে তাঁদের সময়ের বিরুদ্ধে সংগ্রাম চালাতে হয়েছে৷ আবহাওয়াও ভালো ছিল না, অনেক বৃষ্টি হয়েছে৷ ঘাস ভিজে থাকলে রং ঠিকমতো শুকায় না৷ সাইপ বলেন, ‘‘প্রকৃতির যত সম্ভব কম ক্ষতি করাই আমার মৌলিক চিন্তাধারার অংশ৷ আমি শুধু প্রাকৃতিক উপাদান ব্যবহার করি৷ সাদা অংশের জন্য চুন, কালো অংশের জন্য কয়লা৷ আঠাও দুধের প্রোটিন দিয়ে তৈরি৷ সবই প্রাকৃতিক উপকরণ৷ আমার মতে, আমার শিল্পকর্ম তাই পরস্পরবিরোধী নয়৷ আমি প্রকৃতির কোনো ক্ষতি না করে আত্মা স্পর্শ করতে চাই৷''

সাইপ-এর আসল নাম গিয়োম লেগ্রো৷ প্রথমে হাতে করে কাগজে স্কেচ সৃষ্টি করে তারপর মূল স্থাপত্যের কাজে হাত দেন তিনি৷ এই কাজে তাঁর তিন স্থায়ী সহকর্মী ও বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী সহায়তা করেন৷

সাইপ ২০১৩ সাল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে স্প্রে করে ল্যান্ড আর্ট শিল্প সৃষ্টি করে চলেছেন৷ বিশেষ করে ইউরোপ ও দক্ষিণ অ্যামেরিকায় তিনি বেশি সক্রিয়৷ বিষয় হিসেবে তিনি বার বার জলবায়ূ ও আমাদের জগতের স্থায়িত্বের অভাব বেছে নেন৷ নিজের অতীত সম্পর্কে সাইপ বলেন, ‘‘সে সময় গ্রাফিটি শিল্প চর্চা করতাম৷ তারপর মনে হলো, এর আর কোনো অর্থ নেই৷ সর্বত্রই গ্রাফিটি দেখা যায়৷ তখন মানুষের হৃদয় ছুঁতে নতুন কোনো পদ্ধতির খোঁজ করার কথা মনে এলো৷ সেই সময়েই ইউরোপে ড্রোনের আবির্ভাব ঘটলো৷ ফলে জগত পর্যবেক্ষণ করার নতুন এক পথ খুলে গেল৷''

পরিবেশবান্ধব এক ল্যান্ড আর্ট শিল্পির কথা

প্যারিসে ফ্রেস্কোর মাধ্যমে সাইপ নতুন এক চিহ্ন রাখতে চান৷ তিনি এর নাম রেখেছেন ‘বিয়ন্ড ওয়াল্স', অর্থাৎ প্রাচীরের ওপারে৷ এর মাধ্যমে তিনি ইটপাথরের তৈরি ও মানুষের মনের মধ্যে প্রাচীরের সংখ্যা কমাতে চান৷ সেই লক্ষ্য পূরণ করতে তিনি ‘ল্যান্ড আর্ট' শৈলি বেছে নিয়েছেন৷

মানুষের তা পছন্দও হচ্ছে৷ কেউ বলেন, ‘‘সেটা যে কী, নীচ থেকে তা বুঝতে পারিনি৷ উপরে উঠে বুঝলাম কী সুন্দর!'' অন্য এক ব্যক্তি বলেন, ‘‘আশাকরি এমন লোক রয়েছে, যারা প্রাচীর তৈরি করতে চান এবং শিল্পও ভালোবাসেন৷ সৌন্দর্যের মাধ্যমে তাঁদের কাছে পৌঁছানো যায়৷''  এক দর্শক বলেন, ‘‘লক্ষ্য করলাম, গভীরতা সম্পর্কে নানা উপলব্ধি রয়েছে৷ স্প্রে রং দিয়ে যে এমন করা যায়, এমনটা কখনো ভাবতে পারিনি৷''

সাইপ-এর জন্য প্যারিস শহর আরও এক বড় প্রকল্পের সূচনা৷ আগামী ৩ বছরে তিনি সব মহাদেশের মোট ২০টি শহরে স্প্রে রংয়ের মাধ্যমে হাতের সম্ভার সৃষ্টি করতে চান৷ এর মাধ্যমে তিনি প্রতীকী অর্থে বিশ্বের সবচেয়ে বড় মানব শৃঙ্খল গড়ে তুলতে চান৷ তিনি বলেন, ‘‘বিষয়টি অনেকটা জীবনের মতো৷ এক ধাপ পিছিয়ে এলে বাস্তব সম্পর্কে সচেতন হওয়া যায়৷ দ্বিতীয় বিষয় হলো, বিষয়টি অত্যন্ত ক্ষণস্থায়ী৷ শুনতে অদ্ভুত লাগলেও আমার কিন্তু ভালো লাগে৷ শিল্পকর্মের বিকাশ ঘটে এবং দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এখানে কিছুই থাকবে না৷''

সাইপ নিজের ক্ষেত্রে পথিকৃত হিসেবে নাম করেছেন৷ আইফেল টাওয়ারের সামনে আবার মানুষের সমারোহ হলে রং ফিকে হয়ে ওঠে৷ তখন তাঁর অনুরাগীরা ফটো দেখেই সেই শিল্পকর্মের কদর করতে পারেন৷

মারিনা স্ট্রাউস/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য