1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পিড ডেটিং এবার চাকরির জন্য

২৯ নভেম্বর ২০১০

প্রথম দৃশ্যে প্রেমের মত এবার পাওয়া যাবে প্রথম ইন্টারভিয়্যুতেই চাকরি৷ তবে প্রতিষ্ঠানের মালিক বা কর্মকর্তাকে বোকা বানাতে হবে প্রথম ১৫ মিনিটের মধ্যেই – তাহলেই চাকরি পাকা!

https://p.dw.com/p/QKj6
স্পিড ডেটিং-এর মাধ্যমে চাকরি খোঁজাছবি: A4e Deutschland GmbH

স্পিড ডেটিং এর কথা আমরা শুনেছি৷ বন্ধু বা বান্ধবী খোঁজার জন্য স্পিড ডেটিং-এ ধরনা দিচ্ছে তরুণ-তরুণী – সেটা এখন পুরনো কথা৷ এবার চাকরি পেতে সবাই আসছে স্পিড ডেটিং'এ৷

স্পিড ডেটিং'এ বন্ধু বা বান্ধবী খোঁজার নিয়ম ছিল ১৫ মিনিট ধরে একটি ছেলে বা একটি মেয়ে দুজন দু'জনার সঙ্গে কথা বলবে৷ ১৫ মিনিট পর একটি বেল বেজে উঠবে৷ এর অর্থ - পাশের টেবিলের বসে থাকা ছেলে বা মেয়েটির সঙ্গে এবার ১৫ মিনিট সময় কাটানো৷ এভাবে চলতে থাকবে৷ এরপর যাকে পছন্দ হয়েছে তার নম্বরটি তুলে দিতে হবে আয়োজকদের হাতে৷ পরবর্তী ডেটিং-এর ব্যবস্থা তারাই করে দেবে৷

চাকরির বিষয়টিও একই রকম৷ কোম্পানিগুলো হাজির হবে আবেদনকারীদের নিয়ে৷ সবাই পাবে ১৫ মিনিট সময়৷ এই ১৫ মিনিট সময়ে কোম্পানির ম্যানেজার বা উচ্চ পদস্থ কর্মী যেই থাকুক না কেন তাঁর প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে বুলেটের গতিতে৷ কে, কোন্ কাজের জন্য উপযুক্ত তা জানা যাবে ১৫ মিনিটের মধ্যেই৷

জার্মানির ম্যুন্সটার শহরের একটি প্রমোশোনাল অফিস বছরে দু'বার এ ধরণের ইন্টাভিউ-এর ব্যবস্থা করে থাকে৷ আসে অসংখ্য আবেদনকারী, ১৫ মিনিটের মধ্যেই হাসিমুখে জিতে নেয় পছন্দমত চাকরি৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক