1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কুলে ভর্তিযুদ্ধ ও তদবির বন্ধ করতে লটারি

২০ ডিসেম্বর ২০২১

শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ কমাতে এবং তদবির বন্ধ করতে সারা দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে লটারির মাধ্যমে ভর্তি করা হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি৷

https://p.dw.com/p/44Yhk
দীপুমনি(ফাইল ছবি)ছবি: Buddhika Weerasinghe/Getty Images

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, রোববার ঢাকার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমি (নায়েম) মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি বেসরকারি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন৷

করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছর রাজধানীতে মাধ্যমিক শিক্ষার্থী লটারি করে ভর্তি করা হয়েছিল৷ শিক্ষামন্ত্রী বলেন, ‘‘এটা যেহেতু চালু হয়েছে, প্রতিবছরই এটা থাকবে৷ গত বছর করা হয়েছিলো মহানগরে৷ এবার জেলা পর্যায়ে লটারি করা হয়েছে৷ উপজেলাগুলো লটরির আওতায় আনিনি৷ আগামীতে সব প্রতিষ্ঠান লটারির আওতায় আসবে৷” দীপু মনি এর কারণ জানাতে গিয়ে বলেন, ‘‘ভর্তির ক্ষেত্রে আগে আমরা যা দেখতাম, সেটা ভর্তিযুদ্ধ৷ এই রকম যুদ্ধ থেকে আমরা বেরিয়ে আসতে চাই৷ যেসব নেতিবাচক চর্চাগুলো রয়েছে, তা থেকে বেরিয়ে ইতিবাচক চর্চার চেষ্টা করছি৷” তিনি মনে করেন স্কুলে ভর্তি পরীক্ষা শিশুদের ওপর প্রচণ্ড মানসিক চাপ তৈরি করে৷ ফলে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়৷ তিনি বলেন,  এর মধ্যে একটি অনৈতিক বিষয়ও জড়িয়ে যায়, অনেক রকম তদবিরের চাপ থাকে৷ এই নেতিবাচক চর্চা দূর করার জন্য আগে থেকেই ভাবছিলাম, কী করে এ থেকে উত্তরণ করব৷ ঠিক সেই সময় করোনা এসে গেল৷ করোনাভাইরাস না এলেও আমরা লটারির কথা ভেবেছিলাম৷”

ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কারণে কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে এসেছে বলে শিক্ষামন্ত্রীর দাবি৷

দীপুমনি বলেন, ‘‘স্কুলে ভর্তিযুদ্ধ তো হয়ই, আমাদের ওপরও যুদ্ধ চলে আসে৷ সব কিছু পড়ে বেশি নম্বর পেয়ে যদি স্কুলে ভর্তি হতে হয়, তাহলে স্কুলের কৃতিত্বটা কী? কম নম্বর পাওয়া একজন শিক্ষার্থীকে পড়িয়ে সে বেশি নম্বর পেলে সেটাই শিক্ষকের কৃতিত্ব ৷”

সরকার শ্রেণিকক্ষের আকৃতির পরিবর্তন, মিড ডে মিল ও মেয়েদের আয়রন ট্যাবলেট খাওয়ানোর পরিকল্পনা যে হাতে নিয়েছে সেকথাও জানান শিক্ষামন্ত্রী ডিজিটাল লটারি উদ্বোধন অনুষ্ঠানে৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান