1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ৩৫

১৭ অক্টোবর ২০১৯

সৌদি আরবের মদিনার কাছে ওমরাহযাত্রী বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ৩৫ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও চারজন৷

https://p.dw.com/p/3RRIy
প্রতীকী ছবিছবি: Getty Images/M. Fala'ah

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের কাছে হিজরা রোডে এ দুর্ঘটনা ঘটে৷

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, নিহতরা সবাই সৌদি প্রবাসী বিদেশি৷ তারা এশিয়া ও বিভিন্ন আরব দেশের নাগরিক৷ তবে তাদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি৷

পুলিশের বরাত দিয়ে আরব নিউজ বলছে, ভাড়া করা ওই বাসে ৩৯ জন ওমরাহযাত্রী ছিলেন৷ আল-আখাল গ্রামের কাছে নির্মাণ কাজে ব্যবহৃত একটি লোডারের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে তাতে আগুন ধরে যায়৷

দুর্ঘটনার পর সৌদি রেড ক্রিসেন্ট ও অন্যান্য জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে৷ আহতদের আল হামনা হাসপাতালে নেওয়া হয়েছে৷ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে৷

এসআই/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য