1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোনিয়া গান্ধী

২২ এপ্রিল ২০০৯

ইচ্ছা না থাকা সত্বেও ঘটনা চক্রেই রাজনীতিতে চলে আসেন বর্তমান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী৷ স্বামী রাজীব গান্ধীর মৃত্যুর পরবর্তী পরিস্থিতি সোনিয়াকে ঠেলে দেয় রাজনীতিতে৷

https://p.dw.com/p/Hbuw
ছবি: AP

ভারতীয় রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় এ রাজনীতিবিদের জন্ম কিন্তু ভারত নয়৷ ইটালিতে ১৯৪৬সালে৷ পড়াশোনা করেন ইটালি এবং ব্রিটেনে৷ তখন তাঁর নাম ছিলো সোনিয়া মাইনো৷
১৯৬৮ সালে ইন্দিরা গান্ধীর বড় ছেলে রাজীব গান্ধীকে বিয়ে করেন সোনিয়া৷ সে বছরই ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন তিনি৷ রাজনৈতিক পরিবারের বধু হলেও শুরু থেকেই রাজনীতি এড়িয়ে চলতেন সোনিয়া৷ তবে স্বামী রাজীব গান্ধী '৮৪তে প্রধানমন্ত্রীর হবার পর জনসমক্ষে আসা শুরু করেন তিনিন৷ তাদের দুই সন্তান পুত্র রাহুল গান্ধী, কন্যা প্রিয়াঙ্কা৷
১৯৯১ রাজীব গান্ধী এক আত্মঘাতি সন্ত্রাসী হামলায় নিহত হন৷ অনেকটা হাল ছাড়া নৌকার মত অবস্থা তখন কংগ্রেসের যার পরিণতি '৯৬-এর নির্বাচনে কংগ্রেসের পরাজয়৷ তাই দলকে পুনরুজ্জীবিত করতে ১৯৯৭ সালে রাজনীতিতে আসেন সোনিয়া গান্ধী৷ সে বছর কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন তিনি৷ এরপর কংগ্রেস সভানেত্রী নির্বাচিত হন৷
১৯৯৯ সালে কর্ণাটকের বেলারী ও উত্তর প্রদেশের আমেথী সংসদীয় কেন্দ্র থেকে নির্বাচিত হন৷ ২০০৪ উত্তর প্রদেশের রায় বেরিলী সংসদীয় আসনে জয়লাভ৷ সর্বশেষ নির্বাচনে তার দল জয়ী হলেও স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকেন সোনিয়া৷ প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন দলের অন্যতম নেতা ড. মনমোহন সিং কে৷ তবু ভারতীয় রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী নারী হিসেবে তাকেই ধরা হয়৷ বর্তমানে কংগ্রেস সভানেত্রী ছাড়াও কেন্দ্রের জোট-সরকারের চেয়ার পার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন সোনিয়া গান্ধী৷