1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেবিট মানেই নতুন প্রযুক্তির প্রদর্শনী

রিয়াজুল ইসলাম, সেবিট মেলা প্রাঙ্গন, হানোফার৫ মার্চ ২০০৯

অর্থনৈতিক মন্দার কারণে অংশগ্রহণকারীর সংখ্যা কমে গেলেও জার্মানির হানোফারে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি মেলা সেবিট এ কোম্পানিগুলো হাজির করেছে নানান ধরনের আধুনিক প্রযুক্তি৷

https://p.dw.com/p/H6TC
ছবি: AP

বিশ্বের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তির প্রদর্শনী সেবিট উপলক্ষে নামিদামি কোম্পানিগুলো প্রতি বছর হাজির করে থাকে নতুন নতুন সব প্রযুক্তি৷ এসব প্রযুক্তির উদ্দেশ্য যেমন প্রাত্যহিক প্রয়োজন মেটানো তেমনি অনেক ক্ষেত্রে বিনোদনের চাহিদা পুরণ করা৷ নতুন ধরণের ও ডিজাইনের যন্ত্রের পাশাপাশি দেখা গেছে, অনেক রকম সফটওয়্যার, যা দর্শনার্থীদের নজর কেড়েছে৷ যেমন মানুষের চেহারার ভাব বুঝতে সেবিট এ নতুন সফটওয়্যার এনেছে ইনস্টিটিউট ফর ইন্টিগ্রিয়েরটে শালটুংগেন৷ অর্থাৎ কম্পিউটারের ওয়েবক্যামেরার সামনে দাঁড়ালে এ সফটওয়্যার জানিয়ে দেবে আপনার মেজাজ কি ভালো নাকি খারাপ৷ প্রতিষ্ঠানের কর্মকর্তা ক্রিস্টিয়ান কুব্লেক বললেন, এটা আমাদের ফেস ডিটেকশন সিস্টেম৷ এটার সামনে দাড়ালে নারী নাকি পুরুষ এবং মুখের অভিব্যক্তি কম্পিউটার বলে দেবে৷ এছাড়া চোখ খোলা নাকি বন্ধ রয়েছে তাও দেখা যাবে৷ যেসব কোম্পানি ইলেকট্রনিক স্ক্রিনে বিজ্ঞাপন প্রচার করে এটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ৷ এর ফলে তারা জানতে পারবে কত লোক তাদের স্ক্রিনের সামনে দাঁড়িয়ে বিজ্ঞাপনটি দেখেছে এবং তাদের ভালো নাকি খারাপ লেগেছে৷

Laptop mit HSDPA Technologie
সেবিট মানেই নতুন প্রযুক্তির প্রদর্শনীছবি: AP

সেবিট এ দেখা হয়েছে জাস্টিনের সঙ্গে৷ জার্মান এ্যরোস্পেস সেন্টারের নতুন প্রযুক্তির রোবট এই জাস্টিন৷ সেবিট এ আগতদের বেশ নজর কেড়েছে নীল রঙ এর এই রোবটটি৷ জার্মান এরোস্পেস এর কর্মকর্তা থমাস উইমবুক জানালেন, নতুন রোবট জাস্টিন ঘরের অনেক কাজই করে দিতে পারবে৷ এর পাশাপাশি কারখানাতেও কাজে লাগানো যাবে তাকে৷তিনি বলেন, রোবট জাস্টিন আমাদের গবেষণাগারে তৈরী হয়েছে৷ রোবটকে কিভাবে আরো উন্নত করা যায় তার অংশ হিসেবে আমরা জাস্টিনকে তৈরী করেছি৷ জাস্টিনকে তৈরী করতে গিয়ে আমরা জানতে পেরেছি রোবট নির্মানে কি কি প্রয়োজন হয়৷ আমাদের জাস্টিন আকারে একটু বড়, তার হাতটাও একটু বড়৷ সুতরাং গৃহস্থালির কাজে লাগাতে হলে তার আকৃতিটা আরেকটু ছোট করতে হবে৷

পরিবেশ রক্ষা ইস্যুটি এখন সবজায়গাতেই জায়গা করে নিচ্ছে৷ তার ব্যতিক্রম নয় সেবিটও৷ গ্রিন আইটি বা পরিবেশ সহায়ক প্রযুক্তির জন্য বেশ কিছু প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে৷ সেবিট এর একটি জায়গাও নির্দিষ্ট করা হয়েছে এসব প্রতিষ্ঠানের জন্য৷ কম্পিউটার যন্ত্রাংশ নির্মানে পরিবেশ সহায়ক পন্থা অবলম্বনের জন্য তারা সেবিট এ আগতদের কাছে প্রচারণা চালিয়ে যাচ্ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান