1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুরেলা চা-পান

সুব্রত গোস্বামী কলকাতা
১৯ আগস্ট ২০২১

পল্টন নাগ৷ পেশায় চা-বিক্রেতা হলেও মনের ভেতর পোষেন এক সুরেলা জগত৷ ছোটোবেলা থেকেই কিশোর কুমারের ফ্যান৷ ইচ্ছে ছিল কিশোর কুমারের মতোই প্লে-ব্যাক সিঙ্গার হওয়ার, কিন্তু বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে বেছে নিতে হয় পারিবারিক ব্যবসাকেই৷

https://p.dw.com/p/3z9aR

মধ্য কলকাতার বেনিয়াটোলা লেনে পল্টনের চায়ের দোকান, সঙ্গে মেলে ফিশফ্রাই, কাটলেট, ডেভিলের মতো মুখোরোচক ভাজাভুজিও৷ এসবের সঙ্গে খদ্দেররা একেবারে বিনামূল্যে পান পল্টনের গান৷ 

মিউজিক সিস্টেমে কিশোর কুমারের নানান গানের ক্যারাওকে অডিও ট্র্যাকের সঙ্গে পল্টন গান গাইতে গাইতে দোকানদারি করেন৷ কখনো কখনো মিলে যায় জলসায় গান শোনানোর আমন্ত্রণও৷ সারা দিন দোকান সামলানোর পর বেনিয়াটোলা লেনের পল্টন নাগ মঞ্চে তখন পল্টন কুমার৷ পারিপার্শ্বিক চাপে বাধ্য হয়ে দমিয়ে রাখা ইচ্ছেগুলো সুর হয়ে ঝরে তখন কণ্ঠ দিয়ে৷