1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুযোগটা দেশের জন্যই কাজে লাগাতে চাই- মাশরাফি

২৭ ফেব্রুয়ারি ২০০৯

ইন্ডিয়ান প্রিমিয়াম লীগ বা আইপিএলের নিলামের চমক বাংলাদেশের ক্রিকেট টিমের সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা৷ অপ্রত্যাশিতভাবেই বাংলাদেশের কলকাতার নাইট রাইডার্সে খেলার সুযোগ পেলেন৷

https://p.dw.com/p/H2BP
আপিএলের দিকে বাংলাদেশের সর্মথকরাও আছেন তাকিয়েছবি: AP

এই সুযোগটা কেবল যে ভালো খেলার জন্যই তা কেবল নয়, তার দাম এবার উঠেছে, ৬ লক্ষ ডলার! সেটাও একটি বড় বিষয়৷ নিজেও এতটা ভাবেননি মাশরাফি৷ তবে সুযোগটা যখন পেলেন, তখন তা দেশের জন্যই কাজে লাগাতে চান তিনি৷ সেই কথাই বললেন এক সাক্ষাতকারে৷

কলকাতা নাইট রাইডার্সের বিষয়ে তিনি বলেন, গতবার আমরা কয়েকটা ম্যাচে ভালো খেলতে না পেরে সেমিফাইনাল যেতে পারিনি৷ এবার আগের চেয়ে ভালো করার জন্য জান লড়িয়ে দেব৷ তিনি জানান, আসলে সেবার জরুরী ম্যাচগুলোয় কয়েকজন খেলোয়ার না থাকায় ঘাটতি ছিল৷ সৌরভের ক্যাপ্টেন্সিতে খেলার বিষয়ে তিনি বলেন, আমরা দুই জন আফ্রো-এশিয়া কাপে একত্রে ছিলাম৷কিন্তু সেবার তিনি ক্যাপ্টেন ছিলেন না৷আমার পছন্দের গ্রেট ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে তিনি একজন৷ তার নেতৃত্বে ভালো খেলবো আশা রাখি৷